Abhishek Banerjee: ‘জাপান ভারতের পাশে আছে’! সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে টোকিয়োতে অভিষেক, মিটিংয়ের পরই বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ

Last Updated:

Abhishek Banerjee: ইতিমধ‍্যেই জাপানে গিয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন অভিষেকের দল। এই দলের নেতৃত্বে রয়েছেন জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা।

‘জাপান ভারতের পাশে আছে’! সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে টোকিয়োতে অভিষেক, মিটিংয়ের পরই বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ
‘জাপান ভারতের পাশে আছে’! সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে টোকিয়োতে অভিষেক, মিটিংয়ের পরই বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ
কলকাতা: পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথা বিশ্বকে জানাতে বহুদলীয় সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সাতটি দলের মধ‍্যে একটি দলে রয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। ইতিমধ‍্যেই জাপানে গিয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন অভিষেকের দল। এই দলের নেতৃত্বে রয়েছেন জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইতে পাশে থাকবে জাপান, টোকিয়তে জাপান সরকারের প্রতিনিধিদের লঙ্গে মিটিংয়ের পর পোস্ট করে জানালেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়।
advertisement
advertisement
এক্স হ‍্যান্ডেলে বৃহস্পতিবার একটি দীর্ঘ পোস্ট করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। অভিষেক লিখেছেন, ‘‘ভারতের দৃঢ় অবস্থানকে বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপস্থাপন করার জন্য অল-পার্টি পার্লামেন্টারি ডেলিগেশনের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। টোকিওতে প্রথম দিনটি মহাত্মা গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয়েছিল, যা এডোগাওায় ভারত-জাপান সম্পর্ক এবং আমাদের শান্তি ও অহিংসার যৌথ মূল্যবোধের একটি স্থায়ী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ভারতীয় দূতাবাসে, @AmbSibiGeorge আমাদেরকে এই প্রচেষ্টার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন যা নিরাপত্তা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করতে সহায়ক। আমরা জাপানের পররাষ্ট্রমন্ত্রী H.E. Mr. Takeshi Iwaya এর সঙ্গে আমাদের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল প্রতিশ্রুতি উপস্থাপন করেছি এবং সন্ত্রাসের অপরাধীদের বিরুদ্ধে ন্যায়বিচারের আহ্বানে জাপানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি।’’
advertisement
‘‘জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়া, JD(U) MP সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় জানিয়েছেন, “এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে, জাপান ভারতের পাশে আছে।” জানালেন অভিষেক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘জাপান ভারতের পাশে আছে’! সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে টোকিয়োতে অভিষেক, মিটিংয়ের পরই বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement