Parenting Tips: গরম পড়তেই শিশুর গলা, হাত, পা...ত্বকে লাগাচ্ছেন ট‍্যালকম পাউডার? মারাত্মক ক্ষতিকর! কোন কোন রোগ বাসা বাঁধতে পারে? শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
Is Talcum Powder Safe For Baby: ট‍্যালকম পাউডার ব‍্যবহার করে কোনও বড় সর্বনাশ হচ্ছে না তো আপনার ছোট্ট শিশুর ত্বকের
1/10
গরমে বড্ড কষ্ট কচিকাঁচাদের। ঘামে ডুবে যায় খুদে শরীর। কখনও কখনও দেখা দেয়া ঘামাচি, র‍্যাশের মতো ত্বকের বিভিন্ন সমস‍্যা। এমত পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রে শিশুর ত্বক ভাল রাখতে মায়েরা গরমে বাচ্চাদের লাগান ট‍্যালকম পাউডার।
গরমে বড্ড কষ্ট কচিকাঁচাদের। ঘামে ডুবে যায় খুদে শরীর। কখনও কখনও দেখা দেয়া ঘামাচি, র‍্যাশের মতো ত্বকের বিভিন্ন সমস‍্যা। এমত পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রে শিশুর ত্বক ভাল রাখতে মায়েরা গরমে বাচ্চাদের লাগান ট‍্যালকম পাউডার।  Representative Image
advertisement
2/10
ছোট্ট শরীরের বিভিন্ন অঙ্গের ঘর্ষণেও গরমে ঘামে দেখা দেয় সমস‍্যা। এই ক্ষেত্রেও বেশ উপকারী পাউডার। পাউডার বাচ্চাদের সতেজতার অনুভূতিও দেয়। এতে সন্দেহ নেই। কিন্তু আদৌ কি বাচ্চাদের স্বাস্থ‍্যের জন‍্য ভাল পাউডার?
ছোট্ট শরীরের বিভিন্ন অঙ্গের ঘর্ষণেও গরমে ঘামে দেখা দেয় সমস‍্যা। এই ক্ষেত্রেও বেশ উপকারী পাউডার। পাউডার বাচ্চাদের সতেজতার অনুভূতিও দেয়। এতে সন্দেহ নেই। কিন্তু আদৌ কি বাচ্চাদের স্বাস্থ‍্যের জন‍্য ভাল পাউডার?  Representative Image
advertisement
3/10
বহু মায়ের মনেই ঘুরপাক খায় এই প্রশ্ন। ট‍্যালকম পাউডার ব‍্যবহার করে কোনও বড় সর্বনাশ হচ্ছে নাতো আপনার ছোট্ট শিশুর ত্বকের?
বহু মায়ের মনেই ঘুরপাক খায় এই প্রশ্ন। ট‍্যালকম পাউডার ব‍্যবহার করে কোনও বড় সর্বনাশ হচ্ছে না তো আপনার ছোট্ট শিশুর ত্বকের?  Representative Image
advertisement
4/10
শিশুরোগ বিশেষজ্ঞ (Pediatrician) ড. পবন মাণ্ডভিয়া সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় এই বিষয়ে জানালেন তাঁর মতামত। বাচ্চাদের ট‍্যালকম পাউডার লাগালে শরীরে ঠিক কী প্রভাব পড়ে, সে বিষয়ে বিশদে জানালেন তিনি।
শিশুরোগ বিশেষজ্ঞ (Pediatrician) ড. পবন মাণ্ডভিয়া সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় এই বিষয়ে জানালেন তাঁর মতামত। বাচ্চাদের ট‍্যালকম পাউডার লাগালে শরীরে ঠিক কী প্রভাব পড়ে, সে বিষয়ে বিশদে জানালেন তিনি।  Representative Image
advertisement
5/10
ড. পবন মাণ্ডভিয়া বলেছেন যে, এক বছর থেকে ছোট বাচ্চাকে ট্যাল্কাম পাউডার লাগানো উচিত নয়। তিনি জানালেন, বাচ্চাকে স্নান করিয়েয় ভরপুর ট‍্যালকম পাউডার লাগিয়ে দেন মায়েরা।
ড. পবন মাণ্ডভিয়া বলেছেন যে, এক বছর থেকে ছোট বাচ্চাকে ট্যাল্কাম পাউডার লাগানো উচিত নয়। তিনি জানালেন, বাচ্চাকে স্নান করিয়েয় ভরপুর ট‍্যালকম পাউডার লাগিয়ে দেন মায়েরা।  Image-Shutterstock
advertisement
6/10
বাচ্চার হাত-পায়ে, বুকে, পিঠে, গলায় এবং ত্বকের ফোল্ডস ছাড়াও মুখে পাউডার লাগানো হয়। এটি একেবারেই না করার পরামর্শ দিলেন তিনি। কেন? কী থাকে ট‍্যালকম পাউডারে? তাও বিস্তারিক ভাবে জানালেন চিকিত্‍সক।
বাচ্চার হাত-পায়ে, বুকে, পিঠে, গলায় এবং ত্বকের ফোল্ডস ছাড়াও মুখে পাউডার লাগানো হয়। এটি একেবারেই না করার পরামর্শ দিলেন তিনি। কেন? কী থাকে ট‍্যালকম পাউডারে? তাও বিস্তারিক ভাবে জানালেন চিকিত্‍সক।  Representative Image
advertisement
7/10
শিশুরোগ বিশেষজ্ঞ ড. পবন মাণ্ডভিয়া জানিয়েছেন, ট‍্যালকম পাউডারে অ্যারোসোলস থাকে। বাচ্চাদের মুখ এবং শরীরের অন‍্যান‍্য অংশে পাউডার লাগালে বাচ্চারা এই পাউডার শ্বাসের মাধ্যমে ইনহেল করে নেয়।
শিশুরোগ বিশেষজ্ঞ ড. পবন মাণ্ডভিয়া জানিয়েছেন, ট‍্যালকম পাউডারে অ্যারোসোলস থাকে। বাচ্চাদের মুখ এবং শরীরের অন‍্যান‍্য অংশে পাউডার লাগালে বাচ্চারা এই পাউডার শ্বাসের মাধ্যমে ইনহেল করে নেয়।  Image-Shutterstock
advertisement
8/10
এই পাউডার বাচ্চাদের শরীরে গেলে তাকে হাঁচি আসতে থাকে, সর্দি-কাশি (Cold Cough) হয়, শ্বাস নিতে অসুবিধা হয় এবং বারবার ট্যাল্কাম পাউডার ব্যবহার করলে বাচ্চাকে ফুসফুসের রোগ টেল্কোসিস হতে পারে।
এই পাউডার বাচ্চাদের শরীরে গেলে তাকে হাঁচি আসতে থাকে, সর্দি-কাশি (Cold Cough) হয়, শ্বাস নিতে অসুবিধা হয় এবং বারবার ট্যাল্কাম পাউডার ব্যবহার করলে বাচ্চাকে ফুসফুসের রোগ টেল্কোসিস হতে পারে।  
advertisement
9/10
শুধু তাই নয়, চিকিত্‍সক আরও সাবধান করলেন যে, বেশ কিছু গবেষণা অনুসারে অ্যাসবেস্টস থাকে যা কার্সিনোজেনিক হয়। এটি ক্যান্সারের কারণ হতে পারে।
শুধু তাই নয়, চিকিত্‍সক আরও সাবধান করলেন যে, বেশ কিছু গবেষণা অনুসারে অ্যাসবেস্টস থাকে যা কার্সিনোজেনিক হয়। এটি ক্যান্সারের কারণ হতে পারে। যদিও আজকাল অনেক কোম্পানি ‘অ্যাসবেস্টস-ফ্রি’ পাউডারের দাবি করে, তবুও এর ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়ে গিয়েছে। Image-Shutterstock
advertisement
10/10
পাউডারের বিকল্প কী? চিকিত্‍সকের পরামর্শ হল যে এক বছর থেকে ছোট বাচ্চাকে ট্যাল্কাম পাউডার লাগানোর পরিবর্তে স্নান করানোর পর বডি লোশন বা ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে।
পাউডারের বিকল্প কী? চিকিত্‍সকের পরামর্শ হল যে এক বছর থেকে ছোট বাচ্চাকে ট্যাল্কাম পাউডার লাগানোর পরিবর্তে স্নান করানোর পর বডি লোশন বা ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে। Image-Shutterstock (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement