যাদবপুরে কি আজ কাটবে জট? কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য

Last Updated:
#কলকাতা: প্রবেশিকা নিয়ে নিজেদের অবস্থানে অনড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যার জেরে ব্যাপকভাবে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ব্যাহত হচ্ছে ৷ এমনকী, অনশনরত পড়ুয়াদের শারীরিক অবস্থারও দ্রুত অবনতি হচ্ছে ৷ এমন পরিস্থিতিতে জট কাটাতে কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য সুরঞ্জন দাস ৷ মঙ্গলবার দুপুর ২টোয় শুরু হবে এই বৈঠক ৷
শুক্রবার রাত থেকে টানা অনশন। প্রবেশিকা বিতর্কে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন যাবদপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে ৮৪ ঘণ্টারও বেশি সময় ৷ অনশনের জেরে এক ছাত্রী-সহ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালেও অনশনরত আরও দুই পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ৷
আরও পড়ুন 
advertisement
advertisement
পড়ুয়াদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার অবিলম্বে অনশন তুলে নেওয়ার আবেদন জানান আচার্য কেশরীনাথ ত্রিপাঠি ৷ তাতেও বরফ গলেনি ৷ অবশেষে আচার্যের পরামর্শে ইসি-এর বৈঠক ডাকেন উপাচার্য সুরঞ্জন দাস ৷ রাজ্যের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা কাটার দিকে তাকিয়ে সব পক্ষই ৷ ইসির বৈঠকে সমাধানের আশ্বাস দিয়ে এদিনও আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন যাদবপুরের রেজিস্ট্রার ৷ বলেন, ‘ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন ৷ অনশন তুলে নিতে অনুরোধ করছি ৷’
advertisement
আরও পড়ুন 
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে কি আজ কাটবে জট? কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement