Jadavpur University Student Death : ঘটনার রাতে গিয়েছিল ফোন? নিশানায় যাদবপুরের ডিন! রাতভর ঘেরাওয়ে পদত্যাগের দাবি

Last Updated:

Jadavpur University Student Death : ছাত্রছাত্রীদের দাবি, এতদিন ধরে র‍্যাগিংয়ের অভিযোগ আসার পরেও এসবের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, সেই অভিযোগেই পদত্যাগের দাবি করছেন পড়ুয়াদের একাংশ। সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিনকে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্টসকেই দায়ী করল ছাত্রসংগঠন। বুধবার রাতভর ঘেরাও করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টকে। তাঁর পদত্যাগের দাবি করেছে পড়ুয়াদের একাংশ। বুধবার বিকেল ৩টে থেকে ঘেরাও করা হয়েছে ডিনকে। ঘেরাওয়ের জেরে আজও উত্তপ্ত হয়ে রয়েছে যাদবপুর। এখনও ভিড় জমে অরবিন্দ ভবনের সামনে।
অন্যদিকে যাদবপুর-কাণ্ডে ডিন অফ স্টুডেন্টসের থেকে নথি চেয়েছে পুলিশ। ডিন অফ স্টুডেন্টসকে ফের তলব করবে লালবাজার। বুধবার তলব পেয়েও গরহাজির ছিলেন তিনি। আজই তাঁকে ফের নোটিস পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ছাত্রছাত্রীদের দাবি, এতদিন ধরে র‍্যাগিংয়ের অভিযোগ আসার পরেও এসবের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, সেই অভিযোগেই পদত্যাগের দাবি করছেন পড়ুয়াদের একাংশ। সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিনকে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ১০:০৫ নাগাদ ডিনের কাছে হস্টেল থেকে একটি ফোন যায়। যেখানে একজন দাবি করে, হস্টেলে এক ছাত্র অস্বাভাবিক ব্যবহার করছে। ১০:০৮ নাগাদ ডিন আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। পুলিশের অনুমান, এভাবেই চিত্রনাট্য সাজিয়ে ডিনকে জানানো হয়, তখনই অন্যদিকে হয়তো পড়ুয়াকে মানসিক অত্যাচার করা হচ্ছিল। সেই রাতেই ১১:৪৫ নাগাদ পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় হস্টেলের নীচে পড়ে থাকতে দেখা যায়।
advertisement
মৃত্যু ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের পরিসীমার বাইরে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বুধবার দুপুরে এআইডিএসও ও টিএমসিপির  পড়ুয়াদের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়েছিল যাদবপুরে। যা গড়ায় হাতাহাতিতে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অরবিন্দ ভবনের সামনে।
এদিকে বুধবারই রাতে অন্য ধরনের চেহারা দেখা গিয়েছিল যাদবপুর প্রাঙ্গনে। মৃত পড়ুয়ার গ্রাম হাঁসখালি, বগুলা থেকে শত শত মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে নীরব প্রতিবাদ জানিয়ে গেলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death : ঘটনার রাতে গিয়েছিল ফোন? নিশানায় যাদবপুরের ডিন! রাতভর ঘেরাওয়ে পদত্যাগের দাবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement