Jadavpur University: ‘সফল অপরাধী, ব্যর্থ অভিনেতা’, যাদবপুরের অভিযুক্তদের নিয়ে বললেন সরকারি আইনজীবী

Last Updated:

Jadavpur University: এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সদস্যদের সামনে এল একাধিক পড়ুয়ার জবানবন্দি। আর সেই জবানবন্দি থেকেই উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় এ বার অভিযুক্তদের নিয়ে মন্তব্য করলেন সরকারি আইনজীবী৷ আদালতে মামলার মধ্যে সরকারি আইনজীবী বললেন, ‘অভিযুক্তরা সফল অপরাধী, ব্যর্থ অভিনেতা৷ ঘটনার পেছনে এদের সম্পূর্ণ ভূমিকা রয়েছে৷ এরা বারে বারে তদন্তকে অভিনয় করে ঘোরাবার চেষ্টা করছে৷’ শুধু সরকারি আইনজীবী নন, এর আগে অভিযোগ উঠেছিল, ঘটনার পুননির্মাণে অসহযোগিতা করছেন অভিযুক্তরা৷
এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সদস্যদের সামনে এল একাধিক পড়ুয়ার জবানবন্দি। আর সেই জবানবন্দি থেকেই উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনার দিন সন্ধের পর থেকেই ছাত্রটিকে মানসিকভাবে উত্যক্ত করে তোলা হচ্ছিল। পড়ুয়াদের জবানবন্দিতে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু সত্য়।
advertisement
রাত ১১টার পর ছাত্রটি এ টু ব্লকের বারান্দায় উঠেছিলেন। তখন তার পরনে ছিল একটি বারমুডা ও গেঞ্জি। সেই সময়ে বিভিন্ন অশ্লীল আওয়াজ শোনা যাচ্ছিল হস্টেলের বারান্দা থেকে। তারপর ছাত্রটির শরীরে কোনও কাপড় ছিল না। একজন পড়ুয়া তদন্ত কমিটির সামনে জানিয়েছেন, এতটাই উত্যক্ত করে তোলা হয়েছিল তাকে যে সে নিজেই তার জামাকাপড় খুলে দেয়।
advertisement
তদন্ত কমিটির সামনে আরেক সিনিয়র আবাসিক জানিয়েছে, সে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল যে নগ্ন হয়ে কার্যত দৌড়াদৌড়ি করছিল। তার শরীরের একাধিক বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে হাত দেওয়া হচ্ছিল বলেও জানাচ্ছেন একাধিক আবাসিকরা। তারপর সে বারান্দা থেকে পড়ে যায়। যে সময় বারান্দা থেকে পড়ে যায় সেই সময় কোন জামাকাপড় ছিল না।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ‘সফল অপরাধী, ব্যর্থ অভিনেতা’, যাদবপুরের অভিযুক্তদের নিয়ে বললেন সরকারি আইনজীবী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement