Jadavpur University Student Death: এত কাণ্ডের পরেও হস্টেল ছাড়ছেন না 'বহিরাগতরা'! কড়া ব্যবস্থার পথে যাদবপুর

Last Updated:

Jadavpur University Student Death: হস্টেল ছাড়া নির্দেশ প্রাক্তনী ও বহিরাগতদের দেওয়া হলেও, একাধিক প্রাক্তন বহিরাগতরা এখনও হস্টেল ছাড়েন নি

কড়া ব্যবস্থার পথে যাদবপুর
কড়া ব্যবস্থার পথে যাদবপুর
কলকাতা: যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের নির্দেশ আদৌ মানছেন বহিরাগত ও প্রাক্তনী ছাত্রছাত্রীরা? হস্টেল ছাড়া নির্দেশ প্রাক্তনী ও বহিরাগতদের দেওয়া হলেও, একাধিক প্রাক্তন বহিরাগতরা এখনও হস্টেল ছাড়েন নি। এমনই তথ্য উঠে এল অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠকে।
বিশ্ববিদ্যালয়ের তরফে হস্টেলগুলিকে চিঠি দিয়ে ফের প্রাক্তন এবং বহিরগতদের হস্টেল ছাড়া নির্দেশ দেওয়া হচ্ছে। কার্যত সতর্কবার্তা হিসেবেই এই নির্দেশ দিচ্ছে বিশ্ববিদ্যালয় হস্টেল গুলিকে। এরপরও হস্টেল না ছাড়লে পদক্ষেপ করবে কর্তৃপক্ষ। অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠকের পর হস্টেল গুলিকে চিঠি দিয়ে এমনটাই জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
যাদবপুরের মেন হস্টেলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় বাড়ানো হচ্ছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়াতে চেয়ে রাজ্যকে চিঠি লিখতে চলেছে যাদবপুর কর্তৃপক্ষ। বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রয়োজনের তুলনায় বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীর সংখ্যা কম।
advertisement
বিশ্ববিদ্যালয় অ্যান্টি রাগিং কমিটির বৈঠকে এমনই প্রসঙ্গে উঠল। তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের হস্টেল গুলিতে নিরাপত্তার রক্ষীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রতিনিয়ত যাতে নজরদারি করা যায় তার জন্য বিশেষ নিরাপত্তা রক্ষী চাইছে যাদবপুর। রাজ্য সরকারকে বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী চেয়ে চিঠি দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলেই বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death: এত কাণ্ডের পরেও হস্টেল ছাড়ছেন না 'বহিরাগতরা'! কড়া ব্যবস্থার পথে যাদবপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement