Jadavpur University Security: ছাত্রী মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তায় জোর, CCTV-র সংখ্যা বাড়ানো পাশাপাশি আর কী করা হতে পারে?

Last Updated:

পুলিশ সূত্রে দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ১২ টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যা সমস্ত দিক নজরে রাখার জন‍্য অত‍্যন্ত কম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ৬৮টি ক্যামেরা বসানোর। পুলিশ মনে করছে এই সংখ্যা আরও বেশি হওয়া দরকার ।

News18
News18
অমিত সরকার, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে একের পর এক ঘটনা। স্বপ্নদীপের মৃত‍্যু থেকে সাম্প্রতিক অনামিকার মৃত‍্যু। বার বার উঠে এসেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ৷ মঙ্গলবার রেজিস্ট্রার, সিকিউরিটি ইনচার্জকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একাধিক জায়গা পরিদর্শন করলেন ডিসি এসএসডি।
পুলিশ সূত্রে দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ১২টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যা সমস্ত দিক নজরে রাখার জন‍্য অত‍্যন্ত কম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ৬৮টি ক্যামেরা বসানোর। পুলিশ মনে করছে এই সংখ্যা আরও বেশি হওয়া দরকার । একইসঙ্গে নিরাপত্তারক্ষীর সংখ‍্যও বাড়ানো দরকার। ভিতরে চারটি ঝিল বা জলাশয় আছে, সেগুলোর চারপাশে ফেনসিং করা দরকার। সব কিছু নিয়েই রেজিস্টারের সঙ্গে আলোচনা হয়েছে ।
advertisement
advertisement
ভিতরের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয়, এডুকেশন ডিপার্টমেন্ট ছাড়াও পুলিশের কাছে হাইকোর্ট রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্ট তৈরির আগে এই পরিদর্শন ডিসি এসএসডির ৷ ক‍্যাম্পাস ছাড়াও হস্টেল গুলোতেও বসানো হবে সিসিটিভি। তা নিয়েও আলোচনা হয়েছে ৷
advertisement
কোথায় কোথায় সিসিটিভি বসানোর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেই জায়গাগুলো দেখানো হয় ডিসিকে।পুলিশের পক্ষ থেকে দেখা হয় ওই জায়গাগুলোতে সিসিটিভি বসানোর পর কতটা পরিসর কভার করা সম্ভব হবে। একইসঙ্গে পুলিশের তরফেও বেশ কিছু বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Security: ছাত্রী মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তায় জোর, CCTV-র সংখ্যা বাড়ানো পাশাপাশি আর কী করা হতে পারে?
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement