Exclusive|| Jadavpur University Ragging: 'অ্যাটিটিউড ভাল নয়', শাস্তি দেবেন 'মাতব্বররা'! যাদবপুরের র‍্যাগিং-রোগের কোনও ওষুধ নেই

Last Updated:

স্নাতকোত্তর স্তরে যাদবপুরে পড়ার জন্যই ওই পড়ুয়া এসেছেন। তারপর থেকেই তিনি টার্গেট। নিউজ ১৮ বাংলার কাছে মুখ খুললেন সেই ছাত্র। ঘটনার পরে হোস্টেল ছাড়তে বাধ‍্য হয়েছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
যাদবপুরঃ ফের যাদবপুর র‍্যাগিং-এর অভিযোগ। নাম প্রকাশ না করেই স্নাতকত্তর বিভাগের এক পড়ুয়া র‍্যাগিং-এর অভিযোগ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। মাত্র দেড় মাস হল বিশ্ববিদ্যালয় ওই পড়ুয়া ভর্তি হয়েছেন। স্নাতকোত্তর স্তরে যাদবপুরে পড়ার জন্যই ওই পড়ুয়া এসেছেন। তারপর থেকেই তিনি টার্গেট। নিউজ ১৮ বাংলার কাছে মুখ খুললেন সেই ছাত্র। ঘটনার পরে হোস্টেল ছাড়তে বাধ‍্য হয়েছেন তিনি।
advertisement
তাঁর কথায়, ‘আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। আমাকে নানান রকম অকথ্য ভাষা ব‍্যবহার করা আক্রমণ করা হত। ক্লাস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, তাই কথা বলতে পারতাম না সকলের সঙ্গে। তাঁদের কথায়, আমার অ্যাটিটিউড বেশি, তাই খুব বাজে ব‍্যবহার করত আমার সঙ্গে। আমি যা যা করতে চাইতাম না তাই করতে বাধ‍্য করা হত।’
advertisement
তিনি আরও কথা বলেন, ‘আমি ২৭ তারিখ এসেছি। তাই, যারা আমাকে হেনস্থা করেছে তারা আমার ব্লকে থাকা সত্ত্বেও সকলকে চিনি না। ওরা আমাকে বলে, হস্টলের সকলে একটাই পরিবার, তাই আমাকে মানিয়ে নিতে হবে। কিন্তু আমি ডিন অফ স্টুডেন্টস এর কাছে অভিযোগ জানিয়েছি। এবং আমাকে সেফ জায়গায় নিয়ে যেতে অনুরোধ করেছি।’
advertisement
চলতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। প্রাক্তনী এবং সিনিয়ারদের বিরুদ্ধে উঠেছিল র‍্যাগিং-এর অভিযোগ। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চেয়েছিল গোটা রাজ‍্যে।  মৃত‍্যুর আগের রাতে মাকেও ফোন করে নিজের অসহায়তার কথা বলেন সেই ছাত্র। মাকে বলেছিলেন, ‘খুব ভয় করছে’। মাকে খুব তাড়াতাড়ি তাঁর কাছে যেতে বলেছিলেন। পরের দিন বাবার সঙ্গে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন। তারপরেও ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা।
advertisement
সেই ঘটনার পর বহু পড়ুয়া হস্টেলে র‍্যাগিং-এর অভিযোগ জানিয়েছিলেন। তারপর বহু কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে, পাঁচ মাস যেতে না যেতেই ফের একই ঘটনার অভিযোগ রাজ‍্যের পাঁচতারা বিশ্ববিদ‍্যালয়ে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive|| Jadavpur University Ragging: 'অ্যাটিটিউড ভাল নয়', শাস্তি দেবেন 'মাতব্বররা'! যাদবপুরের র‍্যাগিং-রোগের কোনও ওষুধ নেই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement