Jadavpur University Ragging: যাদবপুর আছে যাদবপুরেই, ফের ভয়ঙ্কর র্যাগিংয়ের অভিযোগ! গাইডলাইনের কোনও দামই নেই
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
ফের যাদবপুর র্যাগিং-এর অভিযোগ। নাম প্রকাশ না করেই স্নাতকত্তর বিভাগের এক পড়ুয়া র্যাগিং-এর অভিযোগ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
যাদবপুরঃ ফের যাদবপুর র্যাগিং-এর অভিযোগ। নাম প্রকাশ না করেই স্নাতকত্তর বিভাগের এক পড়ুয়া র্যাগিং-এর অভিযোগ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয়ের সিডি ব্লকের এক পড়ুয়া এই অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় ডিন অফ স্টুডেন্টস এর কাছে।
পড়ুয়া নাম প্রকাশ না করে জানিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তার সঙ্গে তিনি গোপনভাবে কথা বলতেও রাজি। নানান রকম অকথ্য ভাষা বলা হচ্ছে বলেও অভিযোগপত্রে জানিয়েছেন সেই পড়ুয়ারা।
advertisement
advertisement
চলতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। প্রাক্তনী এবং সিনিয়ারদের বিরুদ্ধে উঠেছিল র্যাগিং-এর অভিযোগ। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চেয়েছিল গোটা রাজ্যে। মৃত্যুর আগের রাতে মাকেও ফোন করে নিজের অসহায়তার কথা বলেন সেই ছাত্র। মাকে বলেছিলেন, ‘খুব ভয় করছে’। মাকে খুব তাড়াতাড়ি তাঁর কাছে যেতে বলেছিলেন। পরের দিন বাবার সঙ্গে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন। তারপরেও ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা।
advertisement
সেই ঘটনার পর বহু পড়ুয়া হস্টেলে র্যাগিং-এর অভিযোগ জানিয়েছিলেন। তারপর বহু কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে, পাঁচ মাস যেতে না যেতেই ফের একই ঘটনার অভিযোগ রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2023 1:36 PM IST










