Jadavpur University: উপাচার্য দায়িত্ব নিতেই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স, তদন্ত কমিটির কী হবে, সেটাই জল্পনা

Last Updated:

অন্যদিকে, ডিন অফ স্টুটেন্টস রজ রাইকে জিজ্ঞাসাবাদের পরে গত শনিবারই রাত আড়াইটে পর্যন্ত মেইন হস্টেল সুপারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, পুলিশের কাছে ডিন দাবি করেছেন, ওই ফোন পাওয়ার পরেই ১০:০৮ নাগাদ তিনি আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। কিন্তু পরে ১২:০৮-নাগাদ সুপার ফোন করে ডিনকে ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি জানান।

কলকাতা: পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী৷ সূত্রের খবর, রবিবার বেলা ১২টা বেজে ১৮ মিনিটে তিনি নিজের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে প্রো ভিসি অমিতাভ দত্তকে একটি ই-মেল করেছেন৷ সেই ই-মেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চেয়েছেন তিনি৷
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে অন্তর্বর্তী তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির নেতৃত্ব দিচ্ছেন এই সুবিনয়বাবু৷ শনিবারই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোসের নির্দেশে যাদবপুরের অন্তবর্তী উপাচার্য হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউ৷ তারপরেই সুবিনয়বাবুর আচমকা পদত্যাগ৷ পদত্যাগের পরে তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে এবার৷
advertisement
অন্যদিকে, ডিন অফ স্টুটেন্টস রজত রাইকে জিজ্ঞাসাবাদের পরে গত শনিবারই রাত আড়াইটে পর্যন্ত মেইন হস্টেল সুপারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, পুলিশের কাছে ডিন দাবি করেছেন, ওই ফোন পাওয়ার পরেই ১০:০৮ নাগাদ তিনি আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। কিন্তু পরে ১২:০৮-নাগাদ সুপার ফোন করে ডিনকে ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি জানান।
advertisement
advertisement
আরও পড়ুন: ডিন এর ফোন পেয়ে কী করেছিলেন ২ ঘণ্টা? রাত আড়াইটে পর্যন্ত হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ
ডিন এর ফোন এবং ডিনকে ফোন করে ঘটনা সম্পর্কে জানানোর মাঝে প্রায় দু-ঘণ্টার ফারাক৷ এই দু’ঘণ্টা ধরে তিনি কী করছিলেন? মাঝের এই সময়টা তাঁর ভূমিকা কী ছিল? তা নিয়েই এদিন সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷
advertisement
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বর্তমান ও প্রাক্তনী ছাত্র মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ শনিবার গ্রেফতার হয়েছে জয়দীপ ঘোষ নামের এক প্রাক্তনী৷ হস্টেলের বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকলেও ঘটনার দিন রাতে ওই ছাত্র হস্টেলে ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ৷ জয়দীপ-সহ কয়েকজনই সেদিন হস্টেলের ভিতরে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিল বলে অভিযোগ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: উপাচার্য দায়িত্ব নিতেই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স, তদন্ত কমিটির কী হবে, সেটাই জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement