Jadavpur University: ‘বোম্বাগড়ের রাজা’ বলে তীব্র আক্রমণ! রাজ্যপালের তুলোধনা করে বিস্ফোরক ব্রাত্য
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন সমাবর্তনের অনুমতি দিলেন না রাজ্যপাল, তা নিয়ে প্রশ্ন তুলে এক্স হান্ডেলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবার ‘বোম্বাগড়ের রাজা’ বলে সম্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিজের এক্স হান্ডেলে পোস্টে কটাক্ষের সুরে এমনটাই লিখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। কিন্তু, রাজ্যপালকে কেন এই সম্বোধন করলেন শিক্ষামন্ত্রী?
বুধবার তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তনের অনুমতি দিলেন না রাজ্যপাল। ব্রাত্য লেখেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ ঐতিহ্য এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থ ও সুবিধের কথা বিবেচনা করে উচ্চশিক্ষা বিভাগ নানা আইনি জটিলতা সত্ত্বেও ২৪ ডিসেম্বর সমাবর্তন করার জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু মাননীয় রাজ্যপাল আইনি অনিশ্চয়তার কারণ দেখিয়ে সমাবর্তন করার জন্য প্রয়োজনীয় কোর্ট মিটিং ডাকতেই সম্মতি দেননি৷ অথচ উনি এই একই আইনি পরিমণ্ডলে রাজ্য সরকারের অনুমোদন না নিয়েই একাধিক সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করিয়েছেন। তাহলে আসল লক্ষ্য কি ছাত্র-ছাত্রীদের স্বার্থ নয়? বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট নয়? রাজ্য সরকারের বিরোধিতাই তাহলে সবকিছুর মূলে? জোছনা রাতে আমাদের রাজ্যে ছেলেমেয়েদের চোখে এইভাবে উনি আলকাতরা মাখাতে চান? কে থামাতে পারবে রাজ্যের নয়া আমদানি এই বোম্বাগড়ের রাজাকে?’
advertisement
আরও পড়ুন: গীতাপাঠ অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রী! এবার কী করবে বিজেপি? খোলসা করলেন শুভেন্দু-সুকান্তরা
বুধবার এক্স হ্যান্ডেল এ এমনটাই পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন করতে চেয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তিকালীন উপাচার্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।
advertisement
pic.twitter.com/aVKB0H3KNY
— Bratya Basu (@basu_bratya) December 20, 2023
advertisement
আরও পড়ুন: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ…বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
উচ্চশিক্ষা দফতরের তরফে বৈঠকের অনুমতি দিলেও সূত্রের খবর রাজ্যপাল কোর্ট বৈঠক ডাকার জন্য সম্মতি দেননি। মূলত কিছু আইনি জটিলতার কারণ দেখিয়ে বৈঠকে সম্মতি দেওয়া হয়নি বলেই সূত্রের খবর। তার পরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয় আর জরুরি ভিত্তিতে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে এদিন পাল্টা বিক্ষোভ অবস্থান আন্দোলন শুরু করেন জুটা সমর্থিত অধ্যাপক অধ্যাপিকারা। সবমিলিয়ে যাদবপুরের সমাবর্তন হবে নাকি? তা এখনও অনিশ্চয়তায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 20, 2023 7:07 PM IST