Jadavpur University: বহিষ্কার করেছেন রাজ্যপাল, মেয়াদ বাড়াল রাজ্য! যাদবপুরের উপাচার্য থেকে সমাবর্তনের অনুষ্ঠান, চূড়ান্ত নাটকীয়তা

Last Updated:

একতরফা ভাবে রাজ্যপাল উপাচার্যকে অপসারণ করতে পারেন না বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সময়ে রায়গুলির কথাও উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের পাঠানো চিঠিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদ বাড়ানোর চিঠি দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় সমাবর্তন হবে কি না, তা নিয়ে সকালের বৈঠকেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।

কলকাতা: যাদবপুরকে কেন্দ্র করে চরম নাটকীয়তা। একদিকে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য আবারও নির্দেশিকা জারি করে জানিয়েছে, উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন বুদ্ধদেব সাউ। যা নিয়ে চরম পর্যায়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যের তরফে শনিবার মধ্যরাতে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। এই বিষয়টি বিশ্ববিদ্যালয় স্ট্যাটুটে উল্লিখিত রয়েছে। এর সঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তাই সেই কথা মাথায় রেখেই উপাচার্যের মেয়াদ বাড়ানোর নির্দেশিকা দিচ্ছে রাজ্য। রাজ্যের তরফে চিঠি দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে লেখা হয়েছে যে, রাজ্যপাল যে পদ্ধতিতে উপাচার্যকে অপসারণ করেছেন, তা বেআইনি।
একতরফা ভাবে রাজ্যপাল উপাচার্যকে অপসারণ করতে পারেন না বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সময়ে রায়গুলির কথাও উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের পাঠানো চিঠিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদ বাড়ানোর চিঠি দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় সমাবর্তন হবে কি না, তা নিয়ে সকালের বৈঠকেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: রাস্তা বদলেছে সাগরের ঘূর্ণাবর্ত! ফুঁসছে নিম্নচাপ..বড়দিনেও কি আকাশে মেঘ?
বুদ্ধদেব সাউ একটি বিবৃতি জারি করে বলেছেন, “রাজ্যপালের বহিষ্কারের চিঠি আমার কাছে এসেছে। রাজ্যের তরফে মেয়াদ বাড়ানো চিঠিও আমার কাছে এসেছে। দুটো চিঠি আমি কোর্টের সদস্যদের সামনে রাখব। কোর্ট এর সদস্যেরা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন।” প্রসঙ্গত, এই উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করেই রাজ্য রাজ্যপাল সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল। রাজ্যের সঙ্গে পরামর্শ না করেই বুদ্ধদেববাবুকে একতরফা ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল৷
advertisement
advertisement
আরও পড়ুন: শীতে কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন! একবার খেয়ে দেখুন এই পাতা…কাজ হবে ম্যাজিকের মতো
রাজ্যপাল এই উপাচার্যকে নিয়োগ করার সময়ে রাজ্যের তরফে আপত্তি তোলা হয়েছিল। আর এবার রাজ্যপাল বহিষ্কার করার পরে, সেই উপাচার্যের মেয়াদই বাড়াল রাজ্য। প্রসঙ্গত, শনিবার রাতেই বিবৃতি জারি করে রাজভবনের তরফে কড়া বার্তা দেওয়া হয়। জানানো হয়, উপাচার্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না। এমনকি উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করারও কথাও জানানো হয় বিবৃতিতে। তদন্ত করার পাশাপাশি সমাবর্তনের জন্য যে খরচ হয়েছে সেই খরচ উপাচার্য তথা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বেতন থেকে নেওয়ার কথাও বিবৃতি দিয়ে জানানো হয়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: বহিষ্কার করেছেন রাজ্যপাল, মেয়াদ বাড়াল রাজ্য! যাদবপুরের উপাচার্য থেকে সমাবর্তনের অনুষ্ঠান, চূড়ান্ত নাটকীয়তা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement