Cyclonic Circulation Update: রাস্তা বদলেছে সাগরের ঘূর্ণাবর্ত! ফুঁসছে নিম্নচাপ..বড়দিনেও কি আকাশে মেঘ?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা-মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।
ভারত মহাসাগরের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ ইতিমধ্যেই তা অবস্থান বদল করে এসে পৌঁছেছে বঙ্গোপসাগরে৷ আর এই ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে সামনের ক’দিনে৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গে কতটা ঠান্ডা পড়বে তা মূলত নির্ভর করে দু’টি বিষয়ের উপরে, এক, সাগরে ঘূর্ণাবর্ত এবং দুই পশ্চিমি ঝঞ্ঝা৷ এই দুইয়ের কী প্রভাব পড়তে চলেছে বঙ্গের আবহাওয়ায়?
advertisement
আবহাওয়া দফতর থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারত মহাসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান বদলে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে৷ শুক্রবার ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে৷ ফলে দক্ষিণবঙ্গে বিপুল জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷
advertisement
advertisement
শীতের লম্বা স্পেলে আপাতত পড়তে চলেছে দাঁড়ি৷ আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তাপমাত্রা একইরকম থাকলেও শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ৷ রাতের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৩ শতাংশ।
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের দিকে তাপমাত্রা বাড়বে এই জেলাগুলিতে। এদিকে শনিতে ভোরের দিকে কুয়াশায় আচ্ছন্ন ছিল বিস্তীর্ণ এলাকা।
advertisement
advertisement
advertisement
কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিক। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশী। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ১৬-২৫ ডিগ্রি সেলসিয়াস।