Jadavpur University: 'দিদি বলেছেন অপরাধীদের শাস্তি হবেই!' নবান্নে বললেন যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Jadavpur University: সূত্রের খবর তাঁদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর নাগাদ নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়া বাবা এবং মা
কলকাতা: এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা এবং মা। সূত্রের খবর, তাঁদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর নাগাদ নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়া বাবা এবং মা।
মৃত পড়ুয়ার বাবা-মা বলেন, সন্তানের মৃত্যুর বিচার চাইতে আমরা এসেছিলাম দিদির কাছে। দিদি আশ্বাস করেছেন বিচার হবে, অপরাধীদের শাস্তি হবে। বিনীত গোয়েল স্যারকে ডেকেছিলেন, বলেছেন যেন শাস্তি পায়। সারাজীবন আমরা কীভাবে থাকব? দিদি আমাদের খুব ভাল। দিদি আমাদের ভরসা দিয়েছেন। বগুলা গ্রামের স্মৃতি উন্নয়ন হসপিটাল ওখানে আমাদের মৃত ছেলের নাম বসবে। দু তিনদিনের মধ্যেই বোর্ড লাগবে। ছোট ভাইয়ের এর পড়াশোনা উনি দেখবেন বলে জানিয়েছেন। সমস্ত দিক দিয়ে উনি দেখবেন বলেছেন।
advertisement
advertisement
অন্যদিকে, যাদবপুর কাণ্ডে হোস্টেলের পরিকাঠামো নিয়ে ইউজিসির প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিন ইউজিসির প্রশ্ন, আপনারা এতদিনেও প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেল করতে পারলেন না? আপনারা কি এই নিয়ম এই চলছিলেন? প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য কী পদক্ষেপ নিয়েছিলেন আপনারা? ইউজিসির একাধিক আইন রয়েছে রাগিং আটকানোর জন্য।
advertisement
ইউজিসির প্রশ্ন, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ব়্যাগিং নিয়ে একাধিক প্রচার কর্মসূচি করার কথা বলা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়- কলেজগুলিকে। সেগুলো কী কার্যকর হয়েছে আপনাদের? ইউজিসির প্রতিনিধি দলের একাধিক প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এমনটাই সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 5:59 PM IST