Dhupguri By Election: ধূপগুড়িতে উপনির্বাচনের উত্তাপ... ১০০ দিনের টাকা নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা তৃণমূলের

Last Updated:

Dhupguri By Election: গত ২৫ জুলাই কলকাতার হাসপাতালে প্রয়াত হন বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়। সে কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হচ্ছে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
ধূপগুড়ি: বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। আগামী ৫ সেপ্টেম্বর ভোট। ফলে একে অপরকে একচুল মাটি ছাড়তে রাজি নয় কোনও পক্ষই। আজ গয়েরকাটায় অবস্থিত পিডব্লিউডি ভবনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা সভাপতি মহুয়া গোপ এবং বিধায়ক খগেশ্বর রায় ধূপগুড়ির মানুষের প্রতি গেরুয়া শিবিরের আচরণের তীব্র প্রতিবাদ করেন।
এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, “ধূপগুড়ির মানুষ মহকুমা চান। কিন্তু, নির্বাচিত বিজেপি জনপ্রতিনিধিরা কতবার বিধানসভায় সেই দাবি উত্থাপন করেছেন? আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এর বিরোধিতায় নির্বাচন কমিশনে যায় বিজেপি। তাদের এই আচরণই তাদের সংবেদনশীলতাহীন মানসিকতার প্রমাণ।” মহুয়া গোপ বলেন, “বিজেপি নেতাদের মানসিকতাই ধূপগুড়িবিরোধী। জলপাইগুড়ির ৭.৯৮ লক্ষের বেশি মানুষ ১০০ দিনের কাজের টাকা পাননি। নির্বাচিত বিজেপি সাংসদই এর জন্য দায়ী।”
advertisement
বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
advertisement
গত ২৫ জুলাই কলকাতার হাসপাতালে প্রয়াত হন বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়। সে কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হচ্ছে। ২০২১ সালে বিজেপির বিষ্ণুপদ রায় ১০৪৬৮৮ ভোট পান। সেখানে তৃণমূলের মিতালি রায় ১০০৩৩৩ ভোট পেয়েছিলেন। ৪ হাজার ৩৫৫ ভোটে জয়ী হন বিজেপি নেতা। তাঁর মৃত্যুতেই এবার উপনির্বাচন হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By Election: ধূপগুড়িতে উপনির্বাচনের উত্তাপ... ১০০ দিনের টাকা নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা তৃণমূলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement