JU Student Death : যাদবপুর হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যুর নেপথ্য়ে কি র‍্যাগিং? অধ্যাপকের বিক্ষুব্ধ পোস্ট নিয়ে জোর চর্চা

Last Updated:

JU Student Death : বুধবার হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন ছাত্র। অন্য পড়ুয়ারা ভারী কিছু পড়ার শব্দে বেরিয়ে আসেন। তার পরেই স্বপ্নদীপকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপরেই কেপিসি-তে নিয়ে যাওয়া হয় তাঁকে।

যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে অধ্যাপকের পোস্ট
যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে অধ্যাপকের পোস্ট
কলকাতা: যাদবপুর থানার পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের এ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় পড়ুয়ার। নদীয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডু স্নাতক স্তরে বাংলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন দু’দিন আগে। গতকাল প্রথম ক্লাস থাকলেও ক্লাসে যোগ দেননি ১৮ বছরের ছাত্র। নেপথ্যে র‍্যাগিংয়ের ঘটনা রয়েছে বলেই দাবি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায় ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘একটি প্রথম বর্ষের ছাত্র র‍্যাগিংয়ের শিকার হয়ে একটু আগে মারা গেছে। আমার মনে পড়ে, র‍্যাগিং সত্যিই র‍্যাগিং কিনা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে ঠিক করতে হবে, এই কথা বলে প্যামফ্লেট প্রকাশ করে ঐ সব কাজের ন্যায্যতার প্রমাণ করতে চাওয়া হয়েছিল। মৃত্যুর পর নিজেদের গা বাঁচানোর চেষ্টা অনেকেই করবে। যখন র‍্যাগিং, যৌন হয়রানি, জাত তুলে অপমান, এসব নিছক ইউনিয়ন দখলের রাজনীতিতে পরিণত হয়, ‘আমার পক্ষ’ অভিযুক্ত হলে তাকে বাঁচানো প্রধান কাজ হয়, তখন এসব নিয়ে গালভরা নৈতিক কথা বলে আর লাভ নেই।’
advertisement
advertisement
অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হলে নিউজ18 বাংলাকে তিনি বলেন, ‘‘এই ঘটনার থেকে জঘন্য কিছু হয় না। সেনসিটাইজেশনের চেষ্টা করেছি আমরা। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য দায়ী। তাই আশা করব তারা কড়া পদক্ষেপ নেবে। কিন্তু অতীত অভিজ্ঞতা খুভ সন্তোষজনক নয়।’’
advertisement
গতকাল, বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন ছাত্র। অন্য পড়ুয়ারা ভারী কিছু পড়ার শব্দে বেরিয়ে আসেন। তার পরেই স্বপ্নদীপকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপরেই কেপিসি-তে নিয়ে যাওয়া হয় তাঁকে।
advertisement
ছাত্রমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটিকে দিয়েই তদন্ত শুরু করছে বিশ্ববিদ্যালয়। তদন্তের স্বার্থে ওই সময় হস্টেলে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবেন অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যরা। ওই পড়ুয়ার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে, কেন এই আঘাত? ময়না তদন্তে স্পষ্ট হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
JU Student Death : যাদবপুর হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যুর নেপথ্য়ে কি র‍্যাগিং? অধ্যাপকের বিক্ষুব্ধ পোস্ট নিয়ে জোর চর্চা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement