Jadavpur University: যাদবপুরে ‘খুন’ই হয়েছে...লিখিত অভিযোগে ছাত্রীর বাবার দাবি, CCTV- ফুটেজ ধরে ধরে বললেন...
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এদিন সংবাদমাধ্যমের সামনে মৃত ছাত্রীর বাবা দাবি করেন, ওত অন্ধকারে তাঁর মেয়ে কখনওই একা শৌচালয়ে যেতে পারে না৷ এই বিষয়টিই তাঁর বিশ্বাস হচ্ছে না৷ তাঁর দাবি, নিশ্চই তাঁর মেয়ের সঙ্গে কেউ ছিল৷
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করলেন নিহত ছাত্রীর বাবা৷ লিখিত অভিযোগে তিনি জানালেন, দুর্ঘটনা নয়, কেউ বা কারা তাঁর মেয়ে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করেছে৷ প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ে জল থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে৷ তাঁর বন্ধুরাই তাঁকে সেই সময় উদ্ধার করেছিল বলে জানা গিয়েছে৷ এরপরে তাঁকে অচৈতন্য অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, ততক্ষণে সব শেষ৷ ঘটনায় একদিকে যেমন উঠে এসেছে দুর্ঘটনার তত্ত্ব, অন্যদিকে সন্দেহ দানা বেঁধেছে নানা ঘটনা নিয়ে৷ এবার সরাসরিই মেয়ের মৃত্যুতে খুনের অভিযোগ আনলেন তাঁর বাবা৷
advertisement
সোমবার সকালে প্রথমে লালবাজার যান মৃত ছাত্রীর বাবা-মা৷ সেখানে তদন্তকারী ও হোমিসাইড বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলার পরই তাঁরা যাদবপুর থানায় যান।
advertisement
advertisement
এদিন সংবাদমাধ্যমের সামনে মৃত ছাত্রীর বাবা দাবি করেন, ওত অন্ধকারে তাঁর মেয়ে কখনওই একা শৌচালয়ে যেতে পারে না৷ এই বিষয়টিই তাঁর বিশ্বাস হচ্ছে না৷ তাঁর দাবি, নিশ্চই তাঁর মেয়ের সঙ্গে কেউ ছিল৷
লিখিত অভিযোগে মৃত ছাত্রীর বাবা জানিয়েছেন যে, অনামিকা মণ্ডল-কে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ষড়যন্ত্র করে ১১ তারিখ রাত ৯:৩০ থেকে ১০:২৬ এই সময়ের মধ্যে পুকুরে ঠেলে ফেলে দেন৷ যার ফলে মৃত্যু হয় তাঁর মেয়ের। এই সময়ের cctv ফুটেজেও পড়ুয়াকে দেখা যায়৷ সেই সময় তাঁর সঙ্গে কারা ছিল, ইতিমধ্যেই পুলিশ তাঁদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছে৷
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর পরে কেটে গিয়েছে চার-চারটে গোটা দিন৷ শেষমেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, ঘটনাস্থলের কোনও ভিডিও ফুটেজ নেই৷ ক্যাম্পাসে অনুষ্ঠানের বিধি তৈরি করতে তৈরি করা হয়েছে বিশেষ কমিটি। ওই কমিটি ঠিক করবে কী নিয়মে অনুষ্ঠান হবে? নিয়ম ভাঙা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখবে ওই কমিটি।
advertisement
পুলিশি তদন্তে আস্থার কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তাই নতুন করে আর তদন্ত করবেন না তাঁরা। সব ফুটেজ ও তথ্য পুলিশকে দিয়েছে বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পরে নিরাপত্তা ক্যাম্পাসে কী রয়েছে, মাদক সেবন হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তৈরি হয়েছে বিশেষ টিম৷ সিসিটিভি ও নিরাপত্তা রক্ষী বাড়াতে সরকারকে ফের চিঠি দিল যাদবপুর। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবার জলাশয়ে বসবে ফেন্সিং। পড়ুয়াদের জন্য থাকবে মেন্টর। প্রতি ২৫ জন পড়ুয়া পিছু থাকবে ১ জন মেন্টর। গাড়ি ও বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Sep 15, 2025 10:43 PM IST









