Jadavpur University: যাদবপুরে ‘খুন’ই হয়েছে...লিখিত অভিযোগে ছাত্রীর বাবার দাবি, CCTV- ফুটেজ ধরে ধরে বললেন...

Last Updated:

এদিন সংবাদমাধ্যমের সামনে মৃত ছাত্রীর বাবা দাবি করেন, ওত অন্ধকারে তাঁর মেয়ে কখনওই একা শৌচালয়ে যেতে পারে না৷ এই বিষয়টিই তাঁর বিশ্বাস হচ্ছে না৷ তাঁর দাবি, নিশ্চই তাঁর মেয়ের সঙ্গে কেউ ছিল৷

News18
News18
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করলেন নিহত ছাত্রীর বাবা৷ লিখিত অভিযোগে তিনি জানালেন, দুর্ঘটনা নয়, কেউ বা কারা তাঁর মেয়ে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করেছে৷ প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ে জল থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে৷ তাঁর বন্ধুরাই তাঁকে সেই সময় উদ্ধার করেছিল বলে জানা গিয়েছেএরপরে তাঁকে অচৈতন্য অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, ততক্ষণে সব শেষ৷ ঘটনায় একদিকে যেমন উঠে এসেছে দুর্ঘটনার তত্ত্ব, অন্যদিকে সন্দেহ দানা বেঁধেছে নানা ঘটনা নিয়ে৷ এবার সরাসরিই মেয়ের মৃত্যুতে খুনের অভিযোগ আনলেন তাঁর বাবা৷
advertisement
সোমবার সকালে প্রথমে লালবাজার যান মৃত ছাত্রীর বাবা-মা৷ সেখানে তদন্তকারীহোমিসাইড বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলার পরই তাঁরা যাদবপুর থানায় যান।
advertisement
advertisement
এদিন সংবাদমাধ্যমের সামনে মৃত ছাত্রীর বাবা দাবি করেন, ওত অন্ধকারে তাঁর মেয়ে কখনওই একা শৌচালয়ে যেতে পারে না৷ এই বিষয়টিই তাঁর বিশ্বাস হচ্ছে না৷ তাঁর দাবি, নিশ্চই তাঁর মেয়ের সঙ্গে কেউ ছিল৷
লিখিত অভিযোগে মৃত ছাত্রীর বাবা জানিয়েছেন যে, অনামিকা মণ্ডল-কে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ষড়যন্ত্র করে ১১ তারিখ রাত ৯:৩০ থেকে ১০:২৬ এই সময়ের মধ্যে পুকুরে ঠেলে ফেলে দেন৷ যার ফলে মৃত্যু হয় তাঁর মেয়ের। এই সময়ের cctv ফুটেজেও পড়ুয়াকে দেখা যায়৷ সেই সময় তাঁর সঙ্গে কারা ছিল, ইতিমধ্যেই পুলিশ তাঁদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছে৷
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর পরে কেটে গিয়েছে চার-চারটে গোটা দিন৷ শেষমেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, ঘটনাস্থলের কোনও ভিডিও ফুটেজ নেই৷ ক্যাম্পাসে অনুষ্ঠানের বিধি তৈরি করতে তৈরি করা হয়েছে বিশেষ কমিটি। ওই কমিটি ঠিক করবে কী নিয়মে অনুষ্ঠান হবে? নিয়ম ভাঙা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখবে ওই কমিটি।
advertisement
পুলিশি তদন্তে আস্থার কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তাই নতুন করে আর তদন্ত করবেন না তাঁরা। সব ফুটেজ ও তথ্য পুলিশকে দিয়েছে বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পরে নিরাপত্তা ক্যাম্পাসে কী রয়েছে, মাদক সেবন হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তৈরি হয়েছে বিশেষ টিম সিসিটিভি ও নিরাপত্তা রক্ষী বাড়াতে সরকারকে ফের চিঠি দিল যাদবপুর। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবার জলাশয়ে বসবে ফেন্সিংপড়ুয়াদের জন্য থাকবে মেন্টর। প্রতি ২৫ জন পড়ুয়া পিছু থাকবে ১ জন মেন্টরগাড়িবহিরাগতদের নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: যাদবপুরে ‘খুন’ই হয়েছে...লিখিত অভিযোগে ছাত্রীর বাবার দাবি, CCTV- ফুটেজ ধরে ধরে বললেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement