ISL 2016: মুম্বই ম্যাচেই মাঠে ফিরতে মরিয়া পস্তিগা
Last Updated:
বারবার চোট তাঁর উপর চাপ বাড়াচ্ছে। আজ বৃহস্পতিবার সেটা স্বীকারই করলেন অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগা।
#কলকাতা: বারবার চোট তাঁর উপর চাপ বাড়াচ্ছে। আজ বৃহস্পতিবার সেটা স্বীকারই করলেন অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগা। হাল না ছেড়ে বিশ্বকাপারের আশা, মাঠে তিনি ফিরবেনই। দিল্লি ম্যাচে খেলতে পারছেন না ৷ আপাতত তাই তাঁর টার্গেট মুম্বই ম্যাচ।
শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে কলকাতার গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে পস্তিগা যে নেই, সেটা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে এই মরশুমে তিনি মাঠে ফিরবেন। বৃহস্পতিবার এমনটাই দাবি কলকাতার মার্কির। তাঁর মতে, বারবার চোট তাঁর উপর চাপ বাড়াচ্ছে।
পস্তিগাকে ছাড়াই কলকাতার মাঠে তিন পয়েন্ট পাবে এটিকে। দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে দাবি প্রীতম কোটালেরও।
advertisement
advertisement
পস্তিগা নিজে বলছেন এই মরশুমে তিনি মাঠে ফিরবেন। কিন্তু তারপরেও মার্কি প্লেয়ারকে নিয়ে নিশ্চিত নয় কলকাতার টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পরিস্থিতি যা তাতে আরও দুটি ম্যাচ তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে কলকাতাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2016 6:34 PM IST