সন্দেহভাজন জঙ্গির ডায়েরিতে লেখা আইএস-এর শপথবাক্য, সাদ্দাম-সৈয়দকে নিয়ে বাড়ছে রহস্য

Last Updated:

এর পাশাপাশি এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ দ্বারস্থ হল এবার কলকাতা পুলিশের এসটিএফের কাছে!

#কলকাতা: কলকাতা পুলিশের হাতে ধরা পড়া সন্দেহভাজ দুই জঙ্গির একজনের থেকে সরাসরি আই-এস যোগের প্রমাণ মিলেছে৷ তদন্তকারী অফিসারদের দাবি, ধৃতদের একজন মহম্মদ সাদ্দামের একটি ডায়েরা উদ্ধার করেছেন তদন্তকারী অফিসারেরা৷ সেই ডায়েরিতে লেখা ছিল আইএস জঙ্গিগোষ্ঠীর বিশেষ এক প্রকারের ‘শপথ বাক্য’৷ আরবী ভাষায় এটা লেখা ছিল বলে খবর৷ ফলে আরও জোরদার হচ্ছে জঙ্গিযোগ৷
এর পাশাপাশি এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ দ্বারস্থ হল এবার কলকাতা পুলিশের এসটিএফের কাছে! এনআইএ টিম সোমবার লালবাজারে যায়। সেখান থেকে রিপন স্ট্রিটে যায়। এসটিএফের হাতে আই এস জঙ্গি সংগঠনে সঙ্গে যুক্ত ধৃত দুই সৈয়দ আহমেদ এবং সাদ্দামকে জেরা করতে চায় এনআইএ। আর সেকারণে এসটিএফের থেকে তথ্য নেয় এনআইএ।
advertisement
advertisement
এনআইএ টিম সাদ্দাম ও সৈয়দের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এসটিএফের থেকে। এসটিএফের দাবী, ধৃত সাদ্দাম ও সৈয়দের প্ল্যান ছিল ২৬ জানুয়ারি আগে নাশকতার। এসটিএফ সূত্রে খবর, ভিন রাজ্যের দুই বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিকে টার্গেট করেছিল।
advertisement
তাঁদের উপর হামলার ব্লু প্রিন্ট তৈরী করেছিল। আর সেকারণে অস্ত্র জোগাড় করছিলো এরাজ্য থেকে। আর সেকারণে এসটিএফের থেকে তথ্য সংগ্রহ করে এনআইএ। কারণ এসটিএফের পর এনআইএ ধৃতদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে পারে।
Arpita Hazra
বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্দেহভাজন জঙ্গির ডায়েরিতে লেখা আইএস-এর শপথবাক্য, সাদ্দাম-সৈয়দকে নিয়ে বাড়ছে রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement