ISCKON Rath Yatra: সুখোই যুদ্ধবিমানের চাকায় চলবে প্রভু জগন্নাথের রথ, কলকাতার রথযাত্রায় বিরাট চমক! কেমন দেখতে হল?

Last Updated:

ISCKON Rath Yatra: সুখোই যুদ্ধবিমানের চাকা বসেছে জগন্নাথের রথে, ইস্কনের ঐতিহাসিক উদ্যোগে ৫৪-তম বর্ষের চমক। ইস্কনের রথযাত্রার ৫৪তম বর্ষে যুক্ত হচ্ছে এক অনন্য অধ্যায়।

কেন হঠাৎ সুখোই এর চাকায় আস্থা ইসকনের, কী বলছে ইসকন?
কেন হঠাৎ সুখোই এর চাকায় আস্থা ইসকনের, কী বলছে ইসকন?
কলকাতা: সুখোই যুদ্ধবিমানের চাকা বসেছে জগন্নাথের রথে, ইস্কনের ঐতিহাসিক উদ্যোগে ৫৪-তম বর্ষের চমক। ইস্কনের রথযাত্রার ৫৪তম বর্ষে যুক্ত হচ্ছে এক অনন্য অধ্যায়। এবার জগন্নাথদেবের রথে ব্যবহৃত হবে ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমানের চাকা। ১৯৭২ সালে কলকাতায় রথযাত্রার সূচনা করেছিল ইস্কন। প্রথমদিকে একটি রথ থাকলেও ১৯৭৭ সাল থেকে চালু হয় তিনটি রথ। সেবারই প্রথম জগন্নাথের রথে ব্যবহৃত হয় বোয়িং ৭৪৭ জাম্বো জেট বিমানের চাকা—একটি আন্তর্জাতিক টায়ার সংস্থার সেকেন্ড হ্যান্ড চাকা, যা দীর্ঘ ২৮ বছর ব্যবহৃত হয়।
২০০৫ সাল নাগাদ দেখা যায়, ওই পুরনো বিমানের চাকার গায়ে ফাটল ধরেছে, ক্ষয়ে গিয়ে ভেতরের লোহার তার বেরিয়ে পড়েছে। শুরু হয় নতুন চাকার সন্ধান। বিশ্বজুড়ে বিমান স্ক্র্যাপের বাজারে তন্ন তন্ন করে খোঁজ চালানো হয়, কিন্তু বোয়িং ৭৪৭-এর সেই নির্দিষ্ট মডেলের চাকা আর পাওয়া যায়নি। অবশেষে ২০১৮ সালে শুরু হয় আধুনিক বিমানের চাকা খোঁজার কাজ। দেখা যায়, সুখোই যুদ্ধবিমানের চাকা আয়তনে কিছুটা ছোট হলেও তা রথের সম্পূর্ণ ওজন বহনে সক্ষম। তবে এটি প্রতিরক্ষা খাতে ব্যবহৃত হওয়ায় সাধারণ বাজারে পাওয়া যায় না।
advertisement
advertisement
ইস্কনের তরফে বহুবার আবেদন জানানোর পর, ২০২৪ সালে সুখোই চাকার নির্মাতা সংস্থার চেন্নাই হেড অফিস থেকে আসে সবুজ সংকেত। প্রথমে তাঁরা জানতে চান, প্রতিরক্ষা খাতে ব্যবহৃত এই চাকা কেন একটি ধর্মীয় সংস্থা কিনতে চায়। পরে জগন্নাথদেবের নাম শুনে তাঁদের অবস্থানে বদল আসে। বিশেষ এনকোয়ারির পর, ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকায় চারটি সুখোই চাকা ইস্কনকে দিতে রাজি হয় সংস্থাটি। চাকা কলকাতায় এসে পৌঁছায় মে মাসের ৬ তারিখে। ইতিমধ্যেই রথে বসানো হয়েছে সেই চাকা।
advertisement
রবিবার সেই রথে নিউটাউন থেকে গুরুসদয় রোড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ ট্রায়াল রান সম্পন্ন হয়েছে সফলভাবে। ইস্কন সূত্রে জানানো হয়েছে, এবার ৭ জুলাই কলকাতার রথযাত্রা উপলক্ষে শহরবাসী প্রথমবারের মতো দেখতে পাবেন যুদ্ধবিমানের চাকার উপর চলতে থাকা ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথ। রথযাত্রা যেমন ধর্মীয় ভাবাবেগের, তেমনই এবার প্রযুক্তির ছোঁয়ায় আরও এক ঐতিহাসিক মোড়ে পৌঁছল কলকাতার ইস্কন রথ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISCKON Rath Yatra: সুখোই যুদ্ধবিমানের চাকায় চলবে প্রভু জগন্নাথের রথ, কলকাতার রথযাত্রায় বিরাট চমক! কেমন দেখতে হল?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement