শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশিষ্টরা
Last Updated:
এই ঘটনা স্বাধীন চিন্তার ওপর আক্রমণ করে হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন শিল্পীরা৷
#কলকাতা: শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশিষ্টরা। শান্তিপূর্ণ আন্দোলন তুলতে বলপ্রয়োগ হয়েছে। আগণতান্ত্রিক উপায়ে আন্দোলন দমন করা হয়েছে। পুলিশি পদক্ষেপের নিন্দা করেছেন বিশিষ্টরা। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।নাট্যকর্মীদের ওপর হামলারও নিন্দা করা হয়েছে।
দমদমে আক্রান্ত নাট্যকর্মী শুভঙ্কর দাসশর্মা৷ মৌলবাদ বিরোধী নাটকে অংশ নেন তিনি৷ বাড়ি ফেরার সময় তাঁকে আক্রমণ করে দুষ্কৃতীরা৷ তাঁর চোখে ওষুধ লাগিয়ে দেওয়া হয়৷ এই ঘটনা স্বাধীন চিন্তার ওপর আক্রমণ করে হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন শিল্পীরা৷
আরও পড়ুন৪০০ লোকের জন্য মাত্র ৪টি বাথরুম!
advertisement
গণপিটুনির মতোই এই ঘটনা নিন্দনীয়৷ চিঠিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন সকলে৷ মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বিশিষিটরা৷ চিঠিতে সই অপর্ণা সেন, কৌশিক সেনসহ একাধিক শিল্পীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2019 9:52 PM IST