Black Hole Birth: তারায়-তারায় মহাযুদ্ধ, হঠাৎ সব অন্ধকার! ভারতীয় বিজ্ঞানীরা দেখলেন ব্ল্যাকহোলের জন্ম! দেখুন ভিডিও

Last Updated:

Black Hole Birth: ভারতের অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপ যেন সেই ভয়ানক মহাজাগতিক কাণ্ডকেই এক দৃশ্যের বন্ধনে এনে ফেলেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: নাসার বিজ্ঞানীরা ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণগহ্বরের ছবি তুলে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেই ছবি মহাকাশবিজ্ঞান চর্চাকে কার্যত এক নতুন স্তরে নিয়ে গিয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় বিজ্ঞানীরাও। ভারতীয় বিজ্ঞানীদের টেলিস্কোপে ধরা পড়ল অদ্ভুত ব্ল্যাক হোলের ছবি। শুধু তাই নয়, তাঁদের চোখে ধরা পড়ল এমন এক দৃশ্য, যেখানে দেখা গেল কৃষ্ণগহ্বরের জন্ম। এ এ এক অদ্ভুত বৈজ্ঞানিক সাফল্য বলা চলে।
কৃষ্ণগহ্বর কাকে বলে! আসলে এই কৃষ্ণগহ্বর হল এমন এক ক্ষেত্র যে খানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত সেই আকর্ষণের কেন্দ্র থেকে নিজেকে মুক্ত করতে পারে না। অর্থাৎ, আলো হয়ে যায় অন্ধকার। সেখানে বস্তু সেই প্রবল আকর্ষণের টানে পরিণত হয় ছোট্ট একটি কণায়। কোনও তারার মৃত্যু হল এমন ঘটনা ঘটতে পারে।
advertisement
আরও পড়ুন - আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তীব্র ঝড়, বৃষ্টি ধেয়ে আসছে কলকাতায়, জানুন আপডেট
ভারতের অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপ যেন সেই ভয়ানক মহাজাগতিক কাণ্ডকেই এক দৃশ্যের বন্ধনে এনে ফেলেছে। যে বিজ্ঞানীর নেতৃত্বে এই বিশেষ গবেষণা চলছিল, সেই বরুণ ভালেরাও বলেছেন, এই স্পেসক্রাফ্ট টেলিস্কোপটি গামা রে অনুধাবন করছে, এই যে দৃশ্যটি টেলিস্কোপে ধরা পড়েছে সেটি ৬.৫ বছর আগের।
advertisement
advertisement
২০১৫ সালে এক বার এই টেলিস্কোপের মাধ্যমেই ধরা পড়েছিল একটি তারকার মৃত্যুর ঘটনা। অর্থাৎ চিরতরে নিভে যাওয়ার আগে একটি তারার গা-থেকে ছিটকে বেরিয়ে আসা আলোর ছবি তুলে ধরেছিল টেলিস্কোপ। এটিকে বিজ্ঞানীরা বলেছিলেন ছোট বিগ ব্যাং। মনে হয়েছিল যেন ধ্বংসের আগে শেষ তীব্রতায় ফেটে পড়ছে তারার আলো।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Black Hole Birth: তারায়-তারায় মহাযুদ্ধ, হঠাৎ সব অন্ধকার! ভারতীয় বিজ্ঞানীরা দেখলেন ব্ল্যাকহোলের জন্ম! দেখুন ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement