Indian Railways: পরিকাঠামোগত কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক ট্রেন, তালিকায় একবার চোখ বুলিয়ে নিন

Last Updated:

খানায় ইন্টারলকিংয়ের কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন নিয়ন্ত্রণ করা হবে ৷

পরিকাঠামোগত কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক ট্রেন (Representative Image)
পরিকাঠামোগত কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক ট্রেন (Representative Image)
খানায় ইন্টারলকিংয়ের কাজের কারণে নিম্নলিখিত ট্রেনগুলি  নিয়ন্ত্রণ করা হবে: –
ট্রেন বাতিলকরণ:-
• ১৩১৭৯ শিয়ালদহ – সিউড়ি মেমু (যাত্রা শুরু ৭.১২.২০২৫) এবং ১৩১৮০ সিউড়ি – সিউড়ি মেমু (যাত্রা শুরু ৮.১২.২০২৫)।• 63506, 63508, 63512 আসানসোল – বর্ধমান মেমু (সমস্ত যাত্রা শুরু হচ্ছে 08.12.2025)• 63012 রামপুরহাট – বর্ধমান মেমু (08.12.2025 তারিখে যাত্রা শুরু)• 63505, 63507 বর্ধমান – আসানসোল মেমু (সমস্ত যাত্রা শুরু হচ্ছে 08.12.2025)• 63509 বর্ধমান – ঝাঝা মেমু (যাত্রা শুরু হচ্ছে 08.12.2025 তারিখে)• 63511 বর্ধমান – আসানসোল মেমু (যাত্রা শুরু হচ্ছে 08.12.2025 তারিখে)• 63510 ঝাঝা – বর্ধমান মেমু (যাত্রা শুরু হচ্ছে  08.12.2025) ৷
advertisement
advertisement
ট্রেনের গতিপথ:-
• 13187 শিয়ালদহ – রামপুরহাট মা তারা এক্সপ্রেস (08.12.2025 তারিখে যাত্রা শুরু) ব্যান্ডেল-কাটোয়া-আহমদপুর হয়ে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম এবং কাটোয়াতে অতিরিক্ত স্টপেজ নিয়ে ডাইভার্ট করা হবে।
• 22321 হাওড়া-সিউরি হুল এক্সপ্রেস (08.12.2025 তারিখে যাত্রা শুরু) ব্যান্ডেল-কাটোয়া-আহমদপুর-সাঁইথিয়া হয়ে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া এবং সাঁইথিয়াতে অতিরিক্ত থামানো হবে।
advertisement
• 13028 আজিমগঞ্জ-হাওড়া কবি গুরু এক্সপ্রেস (08.12.2025 তারিখে যাত্রা শুরু) খাগড়াঘাট রোড, বেলানগর, সালার, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং অম্বিকা কালনায় অতিরিক্ত স্টপেজ-সহ আজিমগঞ্জ-কাটোয়া – ব্যান্ডেল হয়ে ডাইভার্ট করা হবে।
• 13017 হাওড়া – আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস (08.12.2025 তারিখে যাত্রা শুরু) ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, বেলানগর এবং খাগড়াঘাট রোডে অতিরিক্ত স্টপেজ-সহ ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ হয়ে ডাইভার্ট করা হবে ৷
advertisement
• 13175 শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (08.12.2025 তারিখে যাত্রা শুরু) ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম এবং কাটোয়াতে অতিরিক্ত স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে।
• 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, 12346 গুয়াহাটি – হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, 12378 নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস এবং 13150 আলিপুর দুয়ার – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (সমস্ত যাত্রা 07.12-12 তারিখে শুরু হচ্ছে) আহমেদ-2020-12-2012-2012-2012-2012 তারিখে আহমেদ-বান্দেল। কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেলে অতিরিক্ত স্টপেজ-সহ।
advertisement
• ১২৩৪৪ হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল (০৭.১২.২০২৫ তারিখে শুরু হওয়া যাত্রা) আজিমগঞ্জ – কাটোয়া – ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল-এ অতিরিক্ত স্টপেজ থাকবে।
advertisement
তাছাড়া, ১৩৪২৮ সাহেবগঞ্জ – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (০৮.১২.২০২৫ তারিখে শুরু হওয়া যাত্রা) রামপুরহাট এবং ঝাপাটের ঢালের মধ্যে সমস্ত স্টেশনে থামবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পরিকাঠামোগত কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক ট্রেন, তালিকায় একবার চোখ বুলিয়ে নিন
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement