Indian Railways: পুজোয় এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা আইজল, কোন স্টেশন থেকে কখন ট্রেন? ভারতীয় রেলের বড় উপহার
- Published by:Raima Chakraborty
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: দিল্লি, গুয়াহাটি এবং কলকাতার সঙ্গে আইজলকে সংযুক্ত করার জন্য তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালু করছে ভারতীয় রেল। কলকাতার টাইমটেবিল জানুন...
কলকাতা: ভারতীয় রেলওয়ে আনন্দের সঙ্গে আইজলের সাইরাং স্টেশন থেকেতিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালু করার ঘোষণা করছে। এই ট্রেনগুলি মিজোরাম রাজ্যের রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলির মধ্যে যোগাযোগ ব্যাপকভাবে উন্নত করবে। তিন জোড়া ট্রেনের উদ্বোধন আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন। তারপরে নির্দিষ্ট তারিখ থেকে নিয়মিতপরিষেবা শুরু হবে।
ট্রেন নং. ০২৫০৭ (সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল) উদ্বোধনী রাজধানী এক্সপ্রেস তার উদ্বোধন স্পেশ্যাল ট্রেন সাইরাং স্টেশন থেকে১৩-০৯-২০২৫ (শনিবার) তারিখে পরীক্ষামূলকভাবে ১০:০০ ঘণ্টায় শুরু করবে এবং ১৫-০৯-২০২৫ (সোমবার) তারিখে ৭:৩০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। এরপর, ১৯.০৯.২০২৫ তারিখ থেকে, ট্রেন নং. ২০৫০৭ (সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা প্রত্যেক শুক্রবার ১৬:৩০ ঘন্টায় সাইরাং থেকে রওনা দেবে এবং রবিবার ১০:৫০ ঘন্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল সে! দিঘার বিচে ওটা কী! ছুটতে-ছুটতে সৈকতে যাচ্ছেন পর্যটকরা! বেনজির ঘটনা দিঘায়
একইভাবে, ট্রেন নং. ২০৫০৮ (আনন্দ বিহার টার্মিনাল – সাইরাং) রাজধানী এক্সপ্রেস ২১.০৯.২০২৫ তারিখ থেকে প্রত্যেক রবিবারে আনন্দ বিহার টার্মিনাল থেকে ১৯:৫০ ঘন্টায় রওনা দিয়ে মঙ্গলবার ১৫:১৫ ঘন্টায় সাইরাং পৌঁছবে। ট্রেনগুলি যাত্রাপথে বদরপুর জং, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, ভাগলপুর হয়ে চলবে।• ট্রেন নং. ০৫৬০৯ (ভৈরবী-সাইরাং) স্পেশ্যাল ভৈরবী থেকে ১৩-০৯-২০২৫ (শনিবার) তারিখে ১০:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১:১৫ ঘন্টায় সাইরাং পৌঁছবে। এরপর, এই ট্রেনটি ট্রেন নং. ০৫৬১০(সাইরাং-গুয়াহাটি) স্পেশ্যাল হিসেবে ১২:৩০ ঘণ্টায় সাইরাং থেকে তার উদ্বোধনী যাত্রা শুরু করবে এবং পরের দিন ২:৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।
advertisement
advertisement
আরও পড়ুন: যাদবপুরের ক্যাম্পাসে রাতে কী হয়েছিল? পুলিশের নজরে বিশেষ কেউ? ছাত্রীর রহস্যমৃত্যুতে বিরাট চাঞ্চল্য
এরপর, ১৩.০৯.২০২৫ তারিখ থেকেই ট্রেন নং. ১৫৬০৯ (গুয়াহাটি – সাইরাং) এক্সপ্রেস প্রত্যেকদিনে গুয়াহাটি থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮:৩০ ঘণ্টায় সাইরাং পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ১৫৬১০ (সাইরাং – গুয়াহাটি) এক্সপ্রেস ১৪.০৯.২০২৫ তারিখ থেকে প্রত্যেকদিনে সাইরাং থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮:৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।• এক্সপ্রেস ট্রেন নং. ০৩১২৬-এর উদ্বোধনী যাত্রা ১৩-০৯-২০২৫তারিখের ১০:০০ ঘণ্টায় শুরু হবে এবং পরের দিন ১৭:০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। এরপর, ১৬.০৯.২০২৫ তারিখ থেকে, ট্রেন নং.১৩১২৫ (কলকাতা – সাইরাং) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা প্রতি শনিবার, মঙ্গলবার এবং বুধবার ১২:২৫ ঘন্টায় কলকাতা থেকে রওনা দিয়ে পরের দিন ১৯:৪৫ ঘণ্টায় সাইরাংপৌঁছাবে।
advertisement
একইভাবে, ১৮.০৯.২০২৫ তারিখ থেকে, ট্রেন নং. ১৩১২৬ (সাইরাং – কলকাতা) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ০৭:১৫ ঘণ্টায় সাইরাং থেকে রওনা দিয়ে পরের দিন ১৪:৩০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ট্রেনগুলি বদরপুর জং., গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন হয়ে গন্তব্যস্থল পৌঁছবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 1:35 PM IST