Jadavpur University Update: যাদবপুরের ক্যাম্পাসে রাতে কী হয়েছিল? পুলিশের নজরে বিশেষ কেউ? ছাত্রীর রহস্যমৃত্যুতে বিরাট চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Jadavpur University Update: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। এখনও স্পষ্ট নয়, কী ভাবে জলে পড়ে গেলেন ওই পড়ুয়া?
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। Antemortem Drowning না কি Post Mortem Drowning? এটা এখনও স্পষ্ট নয়। জল থেকে উদ্ধার করা হলেও এখনও স্পষ্ট নয় কী ভাবে জলে পড়ে গেলেন ওই পড়ুয়া?
জলে পড়ার আগেই কি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন ওই তরুণী? ঝিলের একদম ধারে সংজ্ঞাহীন হওয়ার কারণেই কি জলে পড়ে গেলেন? জলে ডুবে মারা গেলেন? না কি সংজ্ঞাহীন হওয়ার সময় মারা গিয়ে দেহ জলে পড়ে গিয়েছিলেন? হঠাৎ সংজ্ঞাহীন হলেন কেন? অতিরিক্ত মাদক সেবন? ময়না তদন্তের পরই কী কারণে মৃত্যু তা স্পষ্ট হবে।
advertisement
আরও পড়ুন: যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই খামতি ছিল’! সোশ্যাল মিডিয়ায় বিশেষ বন্ধুর পোস্ট
বৃহস্পতিবার ওই পড়ুয়ার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে পুলিশ কথা বলবে। কারণ পড়ে যাওয়ার মূহুর্তে কি ওই পড়ুয়া একা ছিলেন? না কি সঙ্গে কেউ ছিলেন?
advertisement
আরও পড়ুন: নতুন নেপালের দায়িত্বে Gen Z-র প্রিয় সুশীলা কারকি এ কী বললেন ভারত নিয়ে! মোদিকে নিয়েও বড় মন্তব্য! ‘খেলা’ ঘুরছে
পড়ে যাওয়ার সময় কেউ বা কারা যদি সঙ্গে থাকেন তাহলে তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করা হয়েছে, আর তা না হলে যদি একা থাকা অবস্থায় পড়ে গিয়ে থাকেন, তাহলে যে প্রথম দেখলেন পড়ে আছেন বা তিনি জানলেন কীভাবে তরুণী জলে পড়ে আছেন– এই বিষয়গুলো স্পষ্ট হতেই তরুণীর সহপাঠী বা কাল যাঁরা যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলতে চাইছে পুলিশ।
advertisement
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 10:52 AM IST