Indian Railways: ট্রেন পরিষ্কারে জলের ব্যবহারে সাবধানী রেল, মাত্র ২০ শতাংশ বিশুদ্ধ জল ব্যবহার করার সিদ্ধান্ত!

Last Updated:

Indian Railways: অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট এবার একাধিক জায়গায় বসানো হবে।

ট্রেন পরিষ্কার করার পদ্ধতি
ট্রেন পরিষ্কার করার পদ্ধতি
কলকাতা: ট্রেন পরিষ্কারে জলের ব্যবহার নিয়ে এবার সাবধানী রেল৷ ব্যবহৃত জলের ৮০% পুনর্ব্যবহার যোগ্য করতে চলেছে রেল৷ এছাড়া জলের খরচ যেখানে বেশি হয় অর্থাৎ রেক পরিষ্কারের জন্য, সেখানে অতি দ্রুত যাতে রেক পরিষ্কার করে রাখা হয় তার জন্য এবার অটোমেটিক কোচ ওয়াশিং মেশিন আরও আধুনিক করতে চলেছে রেল।
পূর্ব রেল ট্রেন পরিষ্কার করার জন্য বিভিন্ন স্থানে অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট বসিয়েছে। এর ফলে জলের অপচয় কম হওয়ার পাশাপাশি, কোচ পরিষ্কারের মানও আরও ভাল হবে বলে মনে করছে রেলওয়ে। হাওড়ার ইএমইউ কারশেডে ইএমইউ ট্রেনগুলির ভাল ভাবে পরিষ্কার করার জন্য একটি অটোমেটিক ওয়াশিং প্ল্যান্টও বসানো হয়েছে। মনে করা হচ্ছে, এর ফলে রেলের কয়েক লক্ষ যাত্রী প্রতিদিন উপকৃত হবেন। অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্টে ডিটারজেন্ট সলিউশন ঘূর্ণায়মান ব্রাশ ব্যবহার করা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সেদিন গায়ে ধুম জ্বর নিয়েই অনিলের সঙ্গে রোম্যান্সে মেতেছিলেন শ্রীদেবী, বনির না শোনেননি! বলিউড ভুলতে পারবে না
এটি একটি বহুস্তরীয় পরিষ্কারের ব্যবস্থা। যেটি আসলে ট্রেনের বাইরের দিকটা পরিষ্কার করবে। রেলের তরফে জানানো হয়েছে, এই মেশিনে ১২ কোচের ইএমইউ ট্রেনের পুরো রেকের বাইরের অংশ ধোয়ার জন্য মাত্র ৭ থেকে ৮ মিনিট সময় লাগবে। হাওড়া ইএমইউ কারশেডে এই ACWP এর মাধ্যমে প্রতিদিন গড়ে ১৩টি ইএমইউ রেক ধোয়া সম্ভব হবে। ট্রেন ওই স্থানে ঢুকলে যাতে অটোমেটিক ভাবে ধোয়া শুরু হয়, তার জন্য প্ল্যান্টে রয়েছে সেন্সর ভিত্তিক সুবিধা।
advertisement
আরও পড়ুন: অবাক করা! গুগলে সবচেয়ে বেশি কোন প্রশ্নগুলির উত্তর খোঁজা হয় জানেন?
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি ট্রেনের জন্য শুধুমাত্র ২০ শতাংশ বিশুদ্ধ জল ব্যবহার করবে এবং বাকি ৮০ শতাংশ ব্যবহার করা হবে পুনর্ব্যবহৃত জল।পূর্ব রেলের একাধিক কারশেড রয়েছে। এর মধ্যে হাওড়া, শিয়ালদহ, ব্যান্ডেল, বর্ধমান, নৈহাটি, সোনারপুর যেমন লোকাল ট্রেনের কারশেড রয়েছে। তেমনই হাওড়া-শিয়ালদহ-বর্ধমান-মালদা-সহ একাধিক স্টেশনে মেমু ও ডেমু কোচের পরিষ্কার বা ওয়াশিং করার কাজ করা হয়৷ আর এই কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়। জল বেশি খরচ না করে সেদিকে নজর রাখছে রেল।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: ট্রেন পরিষ্কারে জলের ব্যবহারে সাবধানী রেল, মাত্র ২০ শতাংশ বিশুদ্ধ জল ব্যবহার করার সিদ্ধান্ত!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement