Indian Railways: পুজোয় কিংবা শীতে দার্জিলিং-পুরী যাওয়ার প্ল্যান? এক ঝলকে দেখে নিন ট্রেনের টিকিটের কী অবস্থা

Last Updated:

আপনি কি এখনও ভাবছেন বড়দিনের ছুটিতে কোথায় যাবেন? টিকিট তো পাবেনই না, কত ওয়েটিং লিস্ট জানেন? দার্জিলিং মেলে গড়ে সব শ্রেণিতেই ওয়েটিং একশোর উপরে।

কলকাতা: বাঙালির ছুটি মানেই তো দী-পু-দা! দিঘা, পুরী আর দার্জিলিং৷ সাধারণ ভাবে চাকুরিজীবী বাঙালি খান দুয়েক বড় ছুটি পায়৷ পুজোর ছুটি আর শীতের ছুটি৷ আর কখনও সখনও বাচ্চাদের গরমের ছুটিও সেই তালিকায় ঢুকে পড়ে৷ তবে পুজো আর শীতের সময়ে চট করে একটু ঘুরে আসা এ অন্তত ৯০ শতাংশ বাঙালির রেগুলার রুটিন৷ আগে থেকে প্ল্যান করে থাকলে ট্রেনের টিকিট থেকে হোটেল বুকিং, কোনও কিছুতেই সমস্যা হয় না৷ কিন্তু, যদি এখনও পুজো আর শীতের ছুটির প্ল্যানিং না করে থাকেন…তাহলে এক ঝলকে দেখে নিন ট্রেনের টিকিটের অবস্থাটা৷
আপনি কি এখনও ভাবছেন বড়দিনের ছুটিতে কোথায় যাবেন? টিকিট তো পাবেনই না, কত ওয়েটিং লিস্ট জানেন? দার্জিলিং মেলে গড়ে সব শ্রেণিতেই ওয়েটিং একশোর উপরে।
এছাড়া পদাতিক, উত্তরবঙ্গ ও কাঞ্চনকন্যা এক্সপ্রেসেও ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অপেক্ষমান যাত্রী তালিকা গড়ে পঞ্চাশের উপর। আর বন্দে ভারত! তাতেও সেই একই অবস্থা৷ ২৩ ডিসেম্বর ওয়েটিং একশোর কাছাকাছি।
advertisement
advertisement
আরও পড়ুন: জেনারেলের টিকিট কেটে শুয়ে শুয়ে যেতে পারবেন স্লিপার ক্লাসে, রেলের এই নতুন নিয়ম জানেন..
কামরূপ কিংবা সরাইঘাটেও প্রচুর ওয়েটিং। ২২ ডিসেম্বরে যদিওবা অপেক্ষমান যাত্রিতালিকা ১০০-র নীচে, ২৩ তারিখ থেকে তো কোনও কথাই নেই।
এবার আসি পুরীর বিষয়ে। ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ২২, ২৩, ২৪ ডিসেম্বর ১৫০-এরও উপরে ওয়েটিং।
advertisement
তাই যদি বড়দিনের ছুটিতে আর পাঁচটা বাঙালির মতো দার্জিলিং বা পুরী বেড়াতে চান, তবে অনতিবিলম্বে পরিকল্পনাটা সেরে ফেলুন। সব গাড়িতেই টিকিট প্রায় শেষ হয়ে আসছে। কপালে দুঃখ আছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পুজোয় কিংবা শীতে দার্জিলিং-পুরী যাওয়ার প্ল্যান? এক ঝলকে দেখে নিন ট্রেনের টিকিটের কী অবস্থা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement