Indian Rail: বিরাট খবর! প্রথমবার এই চুক্তি করে ফেলল ভারতীয় রেল! উপকার পাবেন লাখ-লাখ মানুষ
- Published by:Suman Biswas
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Rail: বৈদ্যুতিক পরিকাঠামো রক্ষার জন্য ভারতীয় রেলে এই প্রথমবার চুক্তি৷
কলকাতা: বৈদ্যুতিক পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য ইরকন-এর সাথে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত। ভারতীয় রেলওয়েতে প্রথমবারের জন্য ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) এবং পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন (পিএসআই) সহ বৈদ্যুতিক পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য একটি সমঝোতা চুক্তির (এমওইউ) মাধ্যমে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এর সাথে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে।
ভারতীয় রেলের এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এবং ইরকন-এর চিফ ম্যানেজিং ডিরেক্টর এইচ. এম. গুপ্তা। ১৯৭৬ সাল থেকে বিশেষত ভারত ও বিদেশে জটিল ভূখণ্ডে প্রত্যাহ্বানমূলক পরিকাঠামোর প্রকল্প রূপায়নের জন্য ইরকন একটি প্রতিষ্ঠিত সংস্থা।
advertisement
advertisement
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে লামডিং ও তিনসুকিয়া ডিভিশনের ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) এবং পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন (পিএসআই)-এর রক্ষণাবেক্ষণ করা হবে। লামডিং ও তিনসুকিয়া ডিভিশনের বৈদ্যুতিকীকরণের কাজ তীব্রগতিতে অগ্রসর হচ্ছে, ইতিমধ্যে অধিকাংশ সেকশন বৈদ্যুতিকীকরণ করা হয়েছে এবং অবশিষ্ট ৪২৫ আরকেএম ২০২৫-এর জুন মাসের মধ্যে চালু করার লক্ষ ধার্য্য করা হয়েছে। সেকশনগুলি দ্রুত চালু করার ফলে বৈদ্যুতিকীকরণের কাজের রক্ষণাবেক্ষণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও ত্রুটি-বিচ্যুতিতে মনোযোগ দেওয়ার প্রশিক্ষিত ও অভিজ্ঞ রেলওয়ে কর্মীর প্রয়োজন হয়ে পড়েছে কারণ ইলেকট্রিক ট্র্যাকশন ট্রেন পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে বৈদ্যুতিকীকরণের কাজ বর্তমানে এক নতুন পর্যায়ে এসে পৌঁছেছে এবং সেকশনগুলির রক্ষণাবেক্ষণ ও যে কোনও ত্রুটিতে মনোযোগ দেওয়ার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ ০২ বছর সময়ের সংযোজিত চুক্তি হিসেবে ইরকন-এর সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা পদ্ধতিগত রক্ষণাবেক্ষণের দিকে এক অনুকরণীয় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।বৈদ্যুতিকীকরণ পরিকাঠামোর পরিচালনার ক্ষেত্রে জ্ঞান বিনিময় এবং সর্বশেষ প্রযুক্তি ও অভিজ্ঞতা লাভ করতে এই সমঝোতা চুক্তিটি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 10:26 AM IST