Manmohan Singh Death News: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, শোকপালন দেশ জুড়ে, শেষকৃত্য কখন ও কোথায় হবে?

Last Updated:

Manmohan Singh Death News: শাসক, বিরোধী নির্বিশেষে সকলে স্মরণ করছেন দেশ গঠনে তাঁর অবদানের কথা। গান্ধি পরিবার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সকল রাজনীতিকেরা তাঁর পাণ্ডিত্য এবং দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে দিল্লি এইমসে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের অর্থনৈতিক সংস্কারের রূপকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনীতিকেরা। শাসক, বিরোধী নির্বিশেষে সকলে স্মরণ করছেন দেশ গঠনে তাঁর অবদানের কথা। গান্ধি পরিবার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সকল রাজনীতিকেরা তাঁর পাণ্ডিত্য এবং দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেছেন। মনমোহন সিংয়ের পাণ্ডিত্য এবং প্রশাসনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হবে। সূত্রের খবর, শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে সাত দিনের জন্য সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস।
advertisement
advertisement
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে করা হবে দিল্লিতেই। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লির একটি বিশেষ স্থানে। রাজঘাট কমপ্লেক্সেই জওহর লাল নেহেরু, ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তবে অনেক প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য আলাদা সমাধিও তৈরি করা হয়েছে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরিবারের সম্মতিতেই জায়গা বেছে নেওয়া হবে। অনেক সময় নিজ রাজ্যেও শেষকৃত্য সম্পন্ন হয়। স্থান এখনও তাই চূড়ান্ত হয়নি। মনমোহন সিংয়ের শেষকৃত্য কোথায় হবে তা আজ, শুক্রবারই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
আজ, শুক্রবার বন্ধ থাকতে পারে সমস্ত সরকারি কর্মসূচি। সূত্রের খবর, সাত দিনের জাতীয় শোক ঘোষণা করতে পারে কেন্দ্র। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। কংগ্রেসের তরফে ইতিমধ্যে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেশি রাতের দিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ দিল্লি এইমস-এর থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh Death News: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, শোকপালন দেশ জুড়ে, শেষকৃত্য কখন ও কোথায় হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement