Indian Railways: শনিবার শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল! রইল পূর্ণাঙ্গ তালিকা, জেনে বাড়ি থেকে বেরোবেন

Last Updated:

Indian Railways: বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝেও এই সাবওয়ে তৈরি করা হচ্ছে। আর সেই কারণেই শনিবার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে ওই লাইনেও।

দেখুন বাতিল ট্রেনের তালিকা
দেখুন বাতিল ট্রেনের তালিকা
কলকাতা: শনিবার সকাল ৯টা ৫০ থেকে সন্ধ্যে ৭টা ৫০ মিনিট পর্যন্ত দীর্ঘ ১০ ঘণ্টা রানাঘাট-লালগোলা সেকশনে আপ ও ডাউন উভয় লাইনে পাওয়ার ব্লক রাখার সিদ্ধান্ত। আর তার জেরেই শনিবার ওই লাইনে ১০ ঘণ্টা ধরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে রেলওয়ে দফতর। রেল সূত্রের খবর, বাদকুল্লা ও কৃষ্ণনগর স্টেশনের মাঝখানে রেলগেটের জায়গায় সাবওয়ে করা হচ্ছে। সেই কারণেই এই বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে রেল।
আবার বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝেও এই সাবওয়ে তৈরি করা হচ্ছে। আর সেই কারণেই শনিবার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে ওই লাইনেও। তবে সাধারণত শনিবার যাত্রী সংখ্যা কিছুটা কম থাকে। তবে তারপরেও যারা শনিবার বিশেষ প্রয়োজনে ওই লাইনে বের হবেন তাঁদের বড় ভোগান্তির সম্ভাবনা। তাই সময়ের আগে বাড়ি থেকে বের হন।
advertisement
advertisement
শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে তার তালিকা দেওয়া হল:
৩১৮১৯ আপ শিয়ালদা -কৃষ্ণনগর লোকাল ট্রেন, ৩১৮২২ ডাউন কৃষ্ণনগর শিয়ালদা লোকাল, ০৩১৯৩ আপ কলকাতা লালগোলা লোকাল, ০৩১৯৪ ডাউন লালগোলা কলকাতা লোকাল, ৩১৭৭৩ আপ রানাঘাট লালগোলা লোকাল, ৩১৭৬৯ আপ রানাঘাট লালগোলা লোকাল, ৩১৭৭১ আপ রানাঘাট লালগোলা লোকাল, ৩১৭৬৮ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল, ৩১৭৭০ ডাউন লালগোলা রানাঘাট লোকাল, ৩১৭৭৪ ডাউন লালগোলা লালগোলা রানাঘাট লোকাল, ৩১৮৬১ আপ কৃষ্ণনগর লালগোলা লোকাল, ৩১৮৬৪ ডাউন লালগোলা কৃষ্ণনগর লোকাল, ০৩১১৫ আপ শিয়ালদা লালগোলা লোকাল, ০৩১৮৩ আপ শিয়ালদা লালগোলা লোকাল, ০৩১৯৬ ডাউন লালগোলা শিয়ালদা লোকাল, ০৩১৯০ ডাউন লালগোলা শিয়ালদা লোকাল
advertisement
এছাড়াও কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। সব মিলিয়ে ১৬টি ট্রেন বাতিল করা হচ্ছে। তবে শনিবার ওই লাইনে ব্য়পক ভোগান্তির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে হাতে সময় নিয়ে না বের হলে কিংবা বিকল্প রুটে না গেলে সমস্য়া হতে পারে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: শনিবার শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল! রইল পূর্ণাঙ্গ তালিকা, জেনে বাড়ি থেকে বেরোবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement