Howrah Ticket Checking: বিনা টিকিটে যাতায়াত করার বদ অভ্যাস আছে নাকি? সাবধান! যখন তখন আচমকা অভিযান চালাচ্ছে রেল! ধরা পড়লেই কঠোর শাস্তি!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Howrah Ticket Checking: অভিযান চলাকালীন, টিকিট অনিয়মের মোট ৬৪৬টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪০টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ১৫৮টি লাগেজ বুক না করা এবং ৪৮টি আবর্জনা ফেলার ঘটনা। রেলওয়ে নিয়ম অনুসারে ভুল যাত্রীদের উপর যথাযথ জরিমানা আরোপ করা হয়েছে।
হাওড়া: বিশেষ টিকিট চেকিং ড্রাইভ হল হাওড়া বিভাগে। বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ অভিযান চালালো রেল। যাত্রীদের শৃঙ্খলা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভ্রমণকে উৎসাহিত করার জন্য হাওড়া বিভাগ, পূর্ব রেলওয়ে ব্যান্ডেল এবং বর্ধমান স্টেশনগুলিতে একটি বিশেষ টিকিট-চেকিং অভিযান পরিচালনা করেছে। অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ADRM/প্রশাসন) এর নেতৃত্বে এই নিবিড় অভিযান পরিচালিত হয়, যার সহায়তায় সহকারী বাণিজ্যিক ব্যবস্থাপক (টিকিট চেকিং), ৪ জন বাণিজ্যিক পরিদর্শক, ৪৫ জন ভ্রমণকারী টিকিট পরীক্ষক (TTE) এবং ১৬ জন RPF কর্মী সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল পরিচালিত হয়।
অভিযান চলাকালীন, টিকিট অনিয়মের মোট ৬৪৬টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪০টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ১৫৮টি লাগেজ বুক না করা এবং ৪৮টি আবর্জনা ফেলার ঘটনা। রেলওয়ে নিয়ম অনুসারে ভুল যাত্রীদের উপর যথাযথ জরিমানা আরোপ করা হয়েছে। ডিভিশনের এক সিনিয়র আধিকারিক বলেন, এই অভিযানটি ভ্রমণে ন্যায্যতা ও নিরাপত্তা বজায় রাখার প্রতি বিভাগের প্রতিশ্রুতি প্রতিফলিত করে, একইসঙ্গে অন্যান্য যাত্রীর অসুবিধেজনক বা রেলওয়ের নিয়ম লঙ্ঘনকারী কার্যকলাপকে নিরুৎসাহিত করে।
advertisement
আরও পড়ুন : ফুলশার্ট, বেলবটম ট্রাউজার্স আর নিষ্পাপ হাসি হৃদয়ের চাক্কি পিসিং অ্যান্ড পিসিং করে মাপছে স্মৃতির সুখরস
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন হাওড়া বিভাগ সকল যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ, সঠিকভাবে তাদের লাগেজ বুকিং এবং রেলওয়ে প্রাঙ্গণ বা ট্রেনে আবর্জনা ফেলা থেকে বিরত থাকার জন্য সবসময় অনুরোধ করে। দায়িত্বশীল ভ্রমণকারী এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করার জন্য যাত্রীদের উৎসাহিত করা হচ্ছে, যা একটি পরিষ্কার, নিরাপদ এবং আরও সুশৃঙ্খল রেল পরিবেশ তৈরিতে অবদান রাখবে। যাত্রীদের সুবিধাজনক এবং নিরবচ্ছিন্ন অনলাইন টিকিটিংয়ের জন্য রেল ওয়ান অ্যাপ ব্যবহার করার জন্যও অনুরোধ করা হচ্ছে।প্রসঙ্গত হাওড়া ডিভিশনের মেন ও কর্ড লাইন দিয়ে প্রচুর যাত্রী নিয়মিত যাতায়াত করেন। মাঝে মধ্যেই বেশ কয়েকটি স্টেশনে অভিযান চালানো হয়৷ বেশ কয়েকজন আটক হয়৷ তার পর ফের বিনা টিকিটের যাত্রীদের যাতায়াত বেড়ে যায়। এবার তাই সব গুরুত্বপূর্ণ স্টেশনেই নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 8:59 AM IST

