জাদুঘর গুলিকাণ্ডে CISF জওয়ানের ১৪ দিনের জেল হেফাজত! আজও সওয়াল করলেন না কেউ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ধৃতকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে। লালাবাজারের তরফ থেকে অভিযুক্তের TI প্যারেডের আবেদন মঞ্জুর করেছে আদালত।
#কলকাতা: গত ৬ই অগাস্ট, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা-৭টা নাগাদ ভারতীয় জাদুঘর আচমকা রণক্ষেত্রর চেহারা নেয়৷ হঠাৎই ভারতীয় জাদুঘরের পাশে সিআইএসএফ ব্যারাক থেকে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ছুটে যান বাকি জওয়ানরা। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পার্ক স্ট্রিট থানা এবং নিউ মার্কেট থানার পুলিশ৷ পরের পর গুলির শব্দে তখন এলাকায় রীতিমতো আতঙ্ক, ছোটাছুটি৷ মৃত্যু হয় সিআইএসএফের এএসআই রঞ্জিত সারঙ্গীর।
ঘটনায় গ্রেফতার হন,অক্ষয় কুমার মিশ্রা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্মিতা সাহার পর্যবেক্ষণে ২১ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।আজ অক্ষয় কুমার মিশ্রা কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।
advertisement
কোর্টে আজও কেউ সওয়াল করলেন না অক্ষয় কুমার মিশ্রার হয়ে। ঘটনার পর লালবাজারের হোমিসাইড শাখা কেসটির তদন্ত শুরু করে। ধৃতকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে। লালাবাজারের তরফ থেকে অভিযুক্তের TI প্যারেডের আবেদন মঞ্জুর করেছে আদালত।
advertisement
প্রসঙ্গত, ঘটনার পরে অক্ষয় মিশ্রার অভিযোগ ছিল, জুনে তাকে ইউনিটের অস্ত্রাগার পাহারার দায়িত্ব দেওয়া হয়। এতে সে অখুশি ছিল। তার ধারণা হয়, তাকে ফাঁসানোর জন্যই এই ঝামেলার কাজ দেওয়া হয়েছিল। ষড়যন্ত্র করতে তার ঘুমোনোর ছবি তুলে অন্যত্র পাঠানো হয়েছে বলেও অক্ষয় অভিযোগ তোলে। অন্যদিকে, ছুটি না-পাওয়ার জেরেই কি এত রাগ? সেই নিয়েও প্রশ্ন উঠছে। যা মানতে চাইছেন না বাহিনীর কর্তারা। জানানো হয়েছে, বাবা মারা যাওয়ার পরে এক মাস ছুটি পেয়েছিল অক্ষয়। তখন জম্মু-কাশ্মীরে ডিউটিতে ছিল সে। তার পরে, গত ২৫ এপ্রিল তাকে কলকাতায় এসে কাজে যোগ দিতে বলা হয়।
advertisement
অর্পণ মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2022 5:56 PM IST