জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য, যাদুঘরে কবির মায়ের বেনারসি শাড়ি রাখা হল দর্শকদের সামনে
Last Updated:
কলকাতা যাদুঘরে কবিগুরুর মায়ের স্মৃতি। রবি ঠাকুরের জন্মদিনে কলকাতা যাদুঘরে দর্শকদের সামনে তুলে ধরা হল সারদা দেবীর ব্যবহৃত বেনারসি শাড়ি।
#কলকাতা: কলকাতা যাদুঘরে কবিগুরুর মায়ের স্মৃতি। রবি ঠাকুরের জন্মদিনে কলকাতা যাদুঘরে দর্শকদের সামনে তুলে ধরা হল সারদা দেবীর ব্যবহৃত বেনারসি শাড়ি। এই শাড়ি পরেই সারদা দেবীর সাদা কালো ছবি দেখে অভ্যস্ত বাঙালি। সেই নস্টালজিয়াকে উস্কে দিতেই কলকাতা জাদুঘরের এই বিশেষ উদ্যোগ।
অল্প বয়সেইমা সারদা দেবীকে হারিয়েছিলেন রবীন্দ্রনাথ । তাই বারবার কবিগুরুর লেখা খুঁজেছে মাকে। কলমের খোঁচায় মাকে না পাওয়ার যন্ত্রণা ফিরে এসেছে বারবার। কবিগুরুর জন্মদিনে মায়ের স্নেহই যেন ফিরিয়ে দিতে চায় কলকাতা যাদুঘর। সারদা দেবীর একমাত্র প্রামাণ্য ছবিতে তাঁকে একটি বেনারসি শাড়ি পড়ে থাকতে দেখা যায়। সেই শাড়িই এবার যাদুঘরের প্রদর্শনী কক্ষে।
advertisement
advertisement
যতদূর জানা যায়, স্ত্রী সারদা দেবীকে এই বেনারসি শাড়ি উপহার দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ৷ উত্তর কলকাতার এক ব্যক্তির কাছে এতদিন ছিল এই শাড়িটি ৷ ১৯৮৫ সালে শাড়িটি ৫ হাজার টাকায় কেনে কলকাতা যাদুঘর ৷ এত বছর পরে সারদা দেবীর সেই শাড়িই এবার কলকাতা যাদুঘরের প্রদর্শনী কক্ষে রাখা হল দর্শকদের জন্য। যাদুঘর সূত্রে খবর, পরবর্তী সময়ে কবিগুরুর মায়ের স্মৃতি বিজরিত এই শাড়িটি স্থায়ীভাবে প্রদর্শনীতে রাখা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2018 9:05 AM IST