Kolkata: কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ! বের করা হলো দর্শকদের, বন্ধ জনসাধারণের প্রবেশ
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata: জাদুঘরে বোমা আছে এই ভিত্তিতে একটি মেইল আসে ভারতীয় জাদুঘরে। জাদুঘরের তল্লাশিতে ঘটনাস্থলে নিউমার্কেট থানার পুলিশ। বেশ খানিকক্ষণ তল্লাশি চলছে জাদুঘরের ভেতরে। কোন দর্শককে ঢুকতে দেয়া হচ্ছে না জাদুঘরে।
কলকাতাঃ জাদুঘরে বোমা আছে এই ভিত্তিতে একটি মেইল আসে ভারতীয় জাদুঘরে। জাদুঘরের তল্লাশিতে ঘটনাস্থলে নিউমার্কেট থানার পুলিশ। বেশ খানিকক্ষণ তল্লাশি চলছে জাদুঘরের ভেতরে। কোন দর্শককে ঢুকতে দেয়া হচ্ছে না জাদুঘরে। তার পাশাপাশি জাদুঘরের আশেপাশে জায়গায় তল্লাশি করছে নিউমার্কেট থানার পুলিশ। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তবে, তল্লাশি এখনও চলছে।
আরও পড়ুনঃ দিল্লিতে বিজেপি বিধায়করা, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ‘ক্লোসড ডোর’ মিটিং! জোড়ালো আলোচনায় উঠে এল কী কী…?
কলকাতার জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানান, আজ ভোরবেলা। হুমকি মেল আসে। ভারতীয় জাদুঘরের মেল আইডিতে মেইল আসে। তারপর তল্লাশি শুরু হয়েছে নিউমার্কেট থানা। আশেপাশে তল্লাশি করছে। সকালে যখন দর্শক ঢোকে সেই সময় এই মেলের কথা জানাজানি হয়।’
advertisement
সমস্ত দর্শকদের বের করে দিয়ে তল্লাশি শুরু হয়েছে সিআইএসএফ এবং নিউমার্কেট থানার পুলিশ তল্লাশি করছে। জাদুঘর ছাড়াও আশেপাশের অংশেও নজরদারি নিউমার্কেট থানার পুলিশের। আপাতত বন্ধ জাদুঘরে দর্শক প্রবেশ। এটা কি হু কল নিশ্চিত হবার পরই দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে বলে জানালেন জাদুঘরের ডেপুটি ডিরেক্টর।
advertisement
advertisement
জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে ডেপুটি ডিরেক্টর দাবি করেন আজ ভোরবেলা এসেছিল হুমকি মেল। তারপরেও কীভাবে দর্শকরা ঢুকতে শুরু করল? প্রশ্ন উঠছে জাদুকর কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। কলকাতা পুলিশ অবশ্য জানিয়েছে ৩০ শে মার্চ বিকেল বেলা সাড়ে চারটে নাগাদ এই মেলটি আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 1:37 PM IST