BJP: দিল্লিতে বিজেপি বিধায়করা, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ‘ক্লোসড ডোর’ মিটিং! জোড়ালো আলোচনায় উঠে এল কী কী...?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
BJP: কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ থেকে আসা বিজেপি বিধায়করা। এদিন সকাল ন’টায় ভূপেন্দ্র যাদবের বাসভবনে সাংসদ মনোজ টিগ্গার উপস্থিতিতে মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়করা।
কলকাতাঃ কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ থেকে আসা বিজেপি বিধায়করা। এদিন সকাল ন’টায় ভূপেন্দ্র যাদবের বাসভবনে সাংসদ মনোজ টিগ্গার উপস্থিতিতে মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়করা। উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে মন্ত্রী রাজ্যের বিধায়কদের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন। বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।
প্রসঙ্গত, গতকালই উত্তরবঙ্গের ১০ বিধায়ক দিল্লি এসেছেন উত্তরবঙ্গের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের কাছে সরাসরি দরবার করতে। আরও বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে তাঁদের। দক্ষিণ রায়পুর পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি জানান চন্দ্রকান্ত এবং তুষার তারা বিজেপি পার্টি করত। চন্দ্রকান্ত বণিক কে আটক করে জিজ্ঞাসাবাদ। গ্রেফতার নয় এখনও।
advertisement
advertisement
একাধিক ইস্যুকে এবার জোরদার প্রচারে সামনে আনছে শাসক দল। তাঁদের অভিযোগ, ভুটানের জলে ভাসে উত্তরবঙ্গ। রাজ্য বিধানসভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়।সেই প্রস্তাবের প্রেক্ষিতি রিভার কমিশন গঠন করতে চায় রাজ্য। শাসক দলের বিধায়কদের পাশাপাশি, বিরোধী দল বিজেপির বিধায়কদের দিল্লি একসাথে যাওয়ার আহ্বান করেন পরিষদীয় মন্ত্রী। যদিও সেই প্রস্তাবে সাড়া দিয়ে দিল্লি যায়নি বিজেপি। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গঙ্গা ভাঙ্গন রোখার জন্য কেন্দ্রীয় সাহায্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 12:58 PM IST