Rail Station & Port: সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে জানানোর নির্দেশ, রেলস্টেশন এবং বন্দরগুলিতে জারি কড়া নিরাপত্তা ব্যবস্থা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Rail Station & Port:বন্দরে কর্মী ও আধিকারিকদের প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে। উপযুক্ত পরিচয়পত্র ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
কলকাতা: বর্তমানে ভারত-পাকিস্তান উত্তেজনাময় পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। তাদের নির্দেশের পরিপ্রেক্ষিতে কলকাতা তথা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ক্ষেত্রেও নিরাপত্তা সংক্রান্ত কড়াকড়ি বেড়েছে। কোথাও সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরে কর্মী ও আধিকারিকদের প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে। উপযুক্ত পরিচয়পত্র ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
শিয়ালদহ বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নিরাপত্তা ও সুরক্ষার মানোন্নয়ন করা হচ্ছে I যাত্রী সুরক্ষার প্রতি দৃঢ় ব্যক্তিগত অঙ্গীকার প্রদর্শন করে, শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শ্রী রাজীব সাক্সেনা কলকাতা, শিয়ালদহ, দমদম, মাঝেরহাট এবং কোমাগাতামারু বজবজ স্টেশনে নিরাপত্তা এবং সুরক্ষার বর্ধিত ব্যবস্থাগুলির বাস্তবায়ন সরাসরি তদারকি করেছেন। এই গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলিতে যাত্রীদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিগত এবং প্রোটোকল ভিত্তিক একাধিক উন্নত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
advertisement
শ্রী সাক্সেনা, ডিআরএম/শিয়ালদহ, স্টেশনসমূহে লাগেজ স্ক্রিনিং প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং স্ট্র্যাটেজিকভাবে বসানো সিসিটিভি নজরদারি ব্যবস্থার কার্যকারিতা সরাসরি পরিদর্শন করেছেন। উন্নত নজরদারির মাধ্যমে সম্ভাব্য হুমকি প্রতিরোধ ও দ্রুত সাড়া দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
উল্লেখযোগ্যভাবে, নিরাপত্তা বাহিনীর মোতায়েন ও প্রস্তুতিও ডিআরএম নিজে পর্যালোচনা করেছেন, যাতে স্টেশনগুলিতে দৃশ্যমান এবং কার্যকরী নিরাপত্তা উপস্থিতি নিশ্চিত করা যায়।
advertisement
আরও পড়ুন : ঘন দুধে ফেলে দেওয়া হত জ্যান্ত ব্যাঙ! তার পর ঢকঢক করে…সত্যিটা জানলে থ’ হয়ে যাবেন!
ডিআরএম শ্রী রাজীব সাক্সেনার এই হাতেকলমে উদ্যোগ শিয়ালদহ বিভাগের নিরন্তর প্রতিশ্রুতি প্রতিফলিত করে, যেখানে প্রতিটি যাত্রীর নিরাপত্তা সর্বাধিক অগ্রাধিকার পায়। বিভাগ সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যাত্রীদের আত্মবিশ্বাসী ও নিরাপদ যাত্রার অভিজ্ঞতা প্রদানে ধারাবাহিকভাবে নিরাপত্তা ব্যবস্থাগুলির উন্নয়ন ও পর্যবেক্ষণ চালিয়ে যাবে।এর পাশাপাশি, পূর্ব রেলও তাদের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নিরাপত্তার কড়াকড়ি করার কথা জানিয়েছে। সাধারণ রেলরক্ষী বাহিনী এবং রেলপুলিশ ছাড়াও সশস্ত্র বাহিনী মোতায়েন করার কথা জানানো হয়েছে। বিভিন্ন স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ব্যাগ এবং অন্যান্য উপকরণ পরীক্ষা করা ছাড়াও ট্রেন পরিচ্ছন্ন করার ইয়ার্ড, রেললাইন-সহ সর্বত্র নিরাপত্তা এবং নজরদারি বাড়াচ্ছে রেল। সেই জন্য রেলওয়ে ট্র্যাক, সেতু, সিগন্যাল ব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত কর্মীদের বিশেষ ভাবে সচেতন করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 11:32 AM IST