Independence Day Celebrations 2023: রেড রোডে পালিত হল স্বাধীনতা দিবস! একাধিক প্রকল্পের ট্যাবলো প্রদর্শন! ছিল টর্নেডো বাহিনীর বিশেষ প্রদর্শন
- Published by:Piya Banerjee
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Independence Day Celebrations 2023: কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি দুটি ট্যাবলোও এদিন প্রদর্শন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।
কলকাতা: স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানের সাক্ষী থাকল এদিন রেড রোড। সকাল সাড়ে দশটা থেকে এদিন রেড রোডে মূল অনুষ্ঠান শুরু হয়। দেড় ঘণ্টারও বেশি সময়সীমা ধরে চলে রেড রোডের মূল অনুষ্ঠান। রাজ্যের তরফে একাধিক সামাজিক প্রকল্প ট্যাবল আকারে এদিন রেড রোডে কুচকাওয়াজে প্রদর্শিত করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী সহ একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ট্যাবলো এদিনের কুচকাওয়াজে প্রদর্শিত করা হয়। পাশাপাশি, দুর্গা পুজো নিয়েও এদিন বিশেষ ট্যাবলো প্রদর্শিত করা হয়। অবশ্য এদিনের রেড রোডের অনুষ্ঠানে অবশ্য নজরে ছিল কলকাতা পুলিশের টর্নেডো বাহিনীর বিশেষ প্রদর্শনী। যা কার্যত নজর কাড়ল সকলের। রাজ্য সরকারের তরফে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলিকে ট্যাবল আকারে প্রদর্শিত করার পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও প্যারেডে অংশ নেয়।
কলকাতা থেকে শুরু করে বীরভূম,সুন্দরবনের স্কুলের পড়ুয়ারা এদিনের রেড রোডের কুচকাওয়াজে অংশ নেয়। পাশাপাশি এই দিনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের কয়েকজন আইএএস অফিসারকে বিশেষ সম্মান জানানো হয়। পাশাপাশি ভাল কাজের স্বীকৃতি স্বরূপ কয়েকজন আইপিএসকে “মুখ্যমন্ত্রীর মেডেল” দেওয়া হয়। এদিনের স্বাধীনতা দিবসের পালন অনুষ্ঠানে পুরুলিয়া ছৌ নৃত্য থেকে শুরু করে কোচবিহারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশন করা হয়। প্রত্যেক বারের মতো এবারও রাজভবনে বিকেলে আয়োজিত হবে বিশেষ চা চক্র।
advertisement
advertisement
সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাম্প্রতিক সময় একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে এদিনের বিকেলের রাজভবনের চা-চক্র অনুষ্ঠান রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময় উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বন্দি মুক্তি ফাইলে সই করা একাধিক ইস্যুকে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন রাজ্যপালের ভূমিকা নিয়ে। এমনকি আচার্য বিলে সই করার কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেন ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 2:51 PM IST