Knowledge Story-Bicycle: সাইকেলের বাংলা কী জানেন? Google- ও সঠিক উত্তর দিতে হোঁচট খায়!

Last Updated:
Knowledge Story-Bicycle: সাইকেলের বাংলা মানে অনেকেই জানেন না! অথচ খুব সহজ একটি প্রশ্ন! সেই সঙ্গে বলতে পারবেন কবে প্রথম সাইকেল আবিষ্কার হয়? জানুন
1/6
সাইকেল! দু-চাকার এই বাহন ছাড়া আমরা অনেকেই রোজকার জীবনকে ভাবতে পারি না! তেল লাগে না, ব্যাটারি লাগে না! পায়ের জোড়েই হু-হু করে ছোটে এই সাইকেল! কিন্তু জানেন কী সাইকেল বা বাইসাইকেলের বাংলা কী? photo source collected
সাইকেল! দু-চাকার এই বাহন ছাড়া আমরা অনেকেই রোজকার জীবনকে ভাবতে পারি না! তেল লাগে না, ব্যাটারি লাগে না! পায়ের জোড়েই হু-হু করে ছোটে এই সাইকেল! কিন্তু জানেন কী সাইকেল বা বাইসাইকেলের বাংলা কী? photo source collected
advertisement
2/6
অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার বাইসাইকেল। একে ছাড়া জীবন যেন অকেজো!  photo source collected
অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার বাইসাইকেল। একে ছাড়া জীবন যেন অকেজো! photo source collected
advertisement
3/6
জার্মানির কার্ল ভন ড্যারন ১৮১৭ সালে জার্মানির ম্যানহেইম শহরে সাইকেল আবিষ্কার করেন।  photo source collected
জার্মানির কার্ল ভন ড্যারন ১৮১৭ সালে জার্মানির ম্যানহেইম শহরে সাইকেল আবিষ্কার করেন। photo source collected
advertisement
4/6
১৮৮০ সালে সর্বপ্রথম দুই চাকা চালানোর পর্যায়ে নিয়ে আসা হয়, চেন ও টায়ার যোগ করা হয়। দাম কম অন্য যানের তুলনায়! সাধারণ মানুষ সহজেই কিনতে পারে! গোটা বিশ্বেই বাইসাইকেল সমানভাবে পরিচিত এবং প্রয়োজনীয়!  photo source collected
১৮৮০ সালে সর্বপ্রথম দুই চাকা চালানোর পর্যায়ে নিয়ে আসা হয়, চেন ও টায়ার যোগ করা হয়। দাম কম অন্য যানের তুলনায়! সাধারণ মানুষ সহজেই কিনতে পারে! গোটা বিশ্বেই বাইসাইকেল সমানভাবে পরিচিত এবং প্রয়োজনীয়! photo source collected
advertisement
5/6
তবে বাইসাইকেলের বাংলা বলতে হলে অনেকে সাইকেলই বলে! এমনকি গুগলকে প্রশ্ন করলেও সে বাংলা হিসেবে সাইকেলই বলে! যা কিন্তু সঠিক নয়! photo source collected
তবে বাইসাইকেলের বাংলা বলতে হলে অনেকে সাইকেলই বলে! এমনকি গুগলকে প্রশ্ন করলেও সে বাংলা হিসেবে সাইকেলই বলে! যা কিন্তু সঠিক নয়! photo source collected
advertisement
6/6
বাইসাইকেল বা সাইকেলের সঠিক বাংলা হল, "দ্বিচক্রযান"! বহু মানুষ জানেন না এই উত্তর!  photo source collected
বাইসাইকেল বা সাইকেলের সঠিক বাংলা হল, "দ্বিচক্রযান"! বহু মানুষ জানেন না এই উত্তর! photo source collected
advertisement
advertisement
advertisement