Independence Day 2022: নজরে ১১ জন আইপিএসকে বিশেষ সম্মান, সামাজিক প্রকল্প গুলোর ট্যাবলোতে শান্তি ও সম্প্রীতির বার্তা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে তা ট্যাবলো আকারে রেড রোডে প্রদর্শিত করা হবে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা: করোনা পরিস্থিতির কারণে গত দু’বছর স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান অনেক কাটছাঁট করতে হয়েছিল রাজ্যকে। কিন্তু এবার রাজ্যের তরফে জাঁকজমক ভাবেই স্বাধীনতা দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনটাই খবর নবান্ন সূত্রে। জানা গিয়েছে, আজ সোমবার ১১ জন আইপিএসকেও বিশেষ সম্মান তুলে দেওয়া হবে।
রেড রোড-এর মঞ্চ থেকেই এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মান প্রাপকদের মধ্যে রাজ্য পুলিশের ডিজি, হাওড়া পুলিশ কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার থেকে শুরু করে কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার, ডিআইজি র্যাঙ্ক-এর দুই আইপিএস অফিসার, এইচপি এবং এডিজি র্যাঙ্ক-এরও পুলিশ আধিকারিকদের এই সম্মান তুলে দেওয়া হবে। গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "চিফ মিনিস্টার পুলিশ মেডেল" শীর্ষক এই সম্মান তুলে দেন আইপিএস অফিসারদের।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর, এবার রেড রোডের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল পড়ুয়ারা পদযাত্রা করবেন। যা এবার স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের উল্লেখযোগ্য দিকগুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরা হবে। পাশাপাশি এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যের শিল্প দফতরের তরফেও বিশেষ ট্যাবলো প্রদর্শিত হবে বলে এই সূত্রের খবর। মূলত এর মাধ্যমে রাজ্যের বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেওয়া হবে বলেই মনে করছে নবান্নের প্রশাসনিক মহল।
advertisement

প্রসঙ্গত সম্প্রতি মুখ্য সচিব এক প্রশাসনিক বৈঠকে স্বাধীনতা দিবসের আগেই প্রতিটি জেলায় স্বাধীনতার সংগ্রামীদের মূর্তিগুলি যাতে সংস্কার করা হয় সেই বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, রেড রোডের অনুষ্ঠানের পাশাপাশি জেলাগুলিকেও ইতিমধ্যেই বিশেষভাবে নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাধীনতা দিবস পালনের জন্য।
advertisement
কলকাতা পুলিশের তরফেও কয়েকটি ট্যাবলো স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রদর্শিত করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। এবারে স্বাধীনতা দিবসের ট্যাবলো আকারে বাংলার দুর্গাপুজো বিশেষভাবে জায়গা পেতে চলেছে বলেই সূত্রের খবর। পাশাপাশি এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বিশেষ ট্যাবলো প্রদর্শিত করা হবে রেড রোডে বলেই নবান্ন সূত্রে খবর। গত দু’বছরের তুলনায় এবারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে দর্শকদের বসার জায়গা বেশি করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এবারের স্বাধীনতা দিবসের দর্শক আসন আগের দুই বছরের তুলনায় অনেকটাই বেশি রাখা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 8:33 AM IST