Voter List: ভোটার তালিকায় ঢোকানো হয়েছে নাম, বাদও দেওয়া হয়েছে ইচ্ছেমতো! কাকদ্বীপ কাণ্ডের পরে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের

Last Updated:

অন্যদিকে, শনিবারই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উল্লেখযোগ্যভাবে, এই বৈঠকে রাজ্যের সব সিস্টেম ম্যানেজার ও সহকারী সিস্টেম ম্যানেজারদের ডাকা হয়েছে। মূলত, নির্বাচন কমিশনের টেকনিক্যাল কাজ করে থাকেন এঁরা।

News18
News18
কলকাতা: বেআইনিভাবে অনলাইনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও নতুন নাম তোলার অভিযোগে কাকদ্বীপ মহকুমার এক সহকারী সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে গত শুক্রবারই৷ এবার সেই ঘটনার জেরে রিপোর্ট চাইল দিল্লির জাতীয় নির্বাচন কমিশন। এইরকম ভাবে কত নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ও তোলা হয়েছে তার তালিকা চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, শনিবারই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উল্লেখযোগ্যভাবে, এই বৈঠকে রাজ্যের সব সিস্টেম ম্যানেজার ও সহকারী সিস্টেম ম্যানেজারদের ডাকা হয়েছে। মূলত, নির্বাচন কমিশনের টেকনিক্যাল কাজ করে থাকেন এঁরা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সেখানে তাঁদের কী দায়িত্ব ও কী দায়িত্ব নয়, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন কমিশনের আধিকারিকেরা। ১২ টা থেকে বৈঠক হওয়ার কথা।
advertisement
advertisement
আরও পড়ুন: অনলাইনে ভোটার তালিকায় ‘নাম’, ‘সিস্টেম ম্যানেজারকে’ সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বেআইনিভাবে অনলাইনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নতুন নাম তোলার জন্য সরকারি এক আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নির্বাচন কমিশনের সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে করা হয়েছে এই শাস্তিমূলক পদক্ষেপ।
advertisement
অভিযোগ, কমিশনের তথ্য প্রযুক্তির কাজ দেখলেও বেআইনিভাবে বিভিন্ন লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বা নতুন নাম তার তোলার কাজ করতেন এই সিস্টেম ম্যানেজার। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলাশাসক তদন্ত শুরু করেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Voter List: ভোটার তালিকায় ঢোকানো হয়েছে নাম, বাদও দেওয়া হয়েছে ইচ্ছেমতো! কাকদ্বীপ কাণ্ডের পরে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement