TMC: সেনাবাহিনীকে সম্মান! জাতীয়তাবাদী মিছিলে পা মেলাবেন তৃণমূলের নেতারা, ব্যাহত হবে না ট্রাফিক ও জনজীবন
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচি শনিবার ও রবিবার, পালিত হবে রাজ্যজুড়ে...
কলকাতা: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার টানা দু’দিন রাজ্য জুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দলের অন্দরে এই নিয়ে সার্কুলার পাঠিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
জাতীয়তাবাদী মিছিলের পাশাপাশি কোনওরকম রাজনৈতিক বক্তব্যকে বাদ দিয়ে জাতীয়তাবাদী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতামূলক বক্তব্য রাখতে হবে।
দলের নির্দেশ, স্থানীয় কোনও শহিদ পরিবার থাকলে সেই শহিদের আত্মত্যাগকে সামনে রেখে সেই পরিবারকে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করতে হবে।
advertisement
জুড়তে হবে সাধারণ মানুষকেও। তবে ট্রাফিক ও জনজীবন ব্যাহত করা চলবে না।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী প্রতিটি জেলা, শহর, ব্লক ও ওয়ার্ড কমিটিকে ইতিমধ্যেই এই কর্মসূচি সফল করতে নির্দেশ দিয়েছেন। শোভাযাত্রার মূল বার্তা—দেশের প্রতি ভালবাসা, শহিদদের প্রতি শ্রদ্ধা এবং ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে প্রাধান্য দেওয়া।
advertisement
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার, প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ হবে। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যাঁরা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব।”
advertisement
শোভাযাত্রার মূল বার্তাই হল দেশের প্রতি ভালবাসা, শহিদদের প্রতি শ্রদ্ধা এবং ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে প্রাধান্য দেওয়া। কর্মসূচিতে দেশাত্মবোধক গান, ব্যানার, জাতীয় পতাকা, স্লোগান ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে দেশপ্রেমের আবহ তৈরি করা হবে। এলাকায় যদি কোনও শহিদ জওয়ান পরিবার থাকে, তাদের ওই কর্মসূচিতে শামিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 17, 2025 10:47 AM IST