IIT BHU Case: IIT BHU-তে গণধর্ষণের অভিযোগ! তৃণমূলের কটাক্ষ, 'গ্রেফতার করতে এত সময় লাগে?'

Last Updated:

IIT BHU Case: IIT BHU-তে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল ক্যাম্পাস। এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলল তৃণমূল

IIT BHU-তে গণধর্ষণের অভিযোগ
IIT BHU-তে গণধর্ষণের অভিযোগ
কলকাতা: IIT BHU-তে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল ক্যাম্পাস। এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলল তৃণমূল। বিজেপিকে নিশানা করে তৃণমূলের শশী পাঁজা এদিন বলেন, “কেন আপনারা নিজেদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করবেন না? বঙ্গ বিজেপির সহ-ইনচার্জ এবং বারবার ভুয়ো খবরের ফেরিওয়ালা অমিত মালব্য এখন কেন চুপ? ঘটনাটি ২ নভেম্বর ঘটেছিল। অপরাধীদের ৫ নভেম্বর ছাত্রদের দ্বারা চিহ্নিত করা হয়েছিল। আর গ্রেফতার করতে এত সময় লাগল?”
advertisement
তিনি আরও বলেন, “উত্তরপ্রদেশ নারী ও ধর্ষণ সংক্রান্ত অপরাধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলে তারা সম্পূর্ণরূপে নীরব থাকে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এই বিষয়ে কী বলবেন অমিত মালব্য? অভিযুক্তদের বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছে? তারা কি ধর্ষকদেরও গোপনে সরিয়ে দিয়েছে? এই ঘটনাটি ঘটেছে বিএইচইউতে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা। তারা কেন এ বিষয়ে কথা বলবে না?”
advertisement
তাঁর কটাক্ষ, “এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকার এবং বিজেপির কী বলার আছে? বিজেপির আইটি সেলের জাতীয় ইনচার্জ অমিত মালব্য এখনও কেন নীরব? যারা বিজেপির বিরোধিতা করে তাদের বিরুদ্ধে তিনি দ্রুত টুইট করেন। কিন্তু এ বিষয়ে তিনি কেন নীরব? কেন তিনি টুইট করে এই ঘটনার নিন্দা করছেন না? তারা সবাই এখন নীরব? বহুল আলোচিত ডবল ইঞ্জিন সরকারের হল কী?”
বাংলা খবর/ খবর/কলকাতা/
IIT BHU Case: IIT BHU-তে গণধর্ষণের অভিযোগ! তৃণমূলের কটাক্ষ, 'গ্রেফতার করতে এত সময় লাগে?'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement