IIM Calcutta Hostel: ‘প্রথমে শারীরিক হেনস্থা, তন্দ্রাচ্ছন্ন হলে ধর্ষণ’! ঠিক কখন ঘটে কুকীর্তি? সময় নিয়ে ধোঁয়াশা, IIM কলেজের কাণ্ডে একাধিক প্রশ্নের জাল

Last Updated:

IIM Calcutta Hostel: পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে সোশ‍্যাল মিডিয়ায় আলাপ হয় অভিযুক্তের

‘প্রথমে শারীরিক হেনস্থা, তন্দ্রাচ্ছন্ন হলে ধর্ষণ’! ঠিক কখন ঘটে কুকীর্তি? সময় নিয়ে ধোঁয়াশা, IIM কলেজের কাণ্ডে একাধিক প্রশ্নের জাল
‘প্রথমে শারীরিক হেনস্থা, তন্দ্রাচ্ছন্ন হলে ধর্ষণ’! ঠিক কখন ঘটে কুকীর্তি? সময় নিয়ে ধোঁয়াশা, IIM কলেজের কাণ্ডে একাধিক প্রশ্নের জাল
কলকাতা: আইআইএম কলেজের ঘটনার তদন্তে প্রকাশ একাধিক চাঞ্চল‍্যকর তথ‍্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে সোশ‍্যাল মিডিয়ায় আলাপ হয় অভিযুক্তের। জোকা আইআইএম কলেজে কাউন্সিলিংয়ের জন্য গিয়েছিলেন তরুণী। আইআইএমের মতো কলেজে কড়া নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে কীভাবে ঘটল এই ঘটনা?
ঘটনার তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন, ‘‘আমরা মোবাইল বাজেয়াপ্ত করেছি। দেখছি কোনও ভিডিও করা হয়েছে কি না? করে কোথাও শেয়ার করেছে কি না।’’ সরকারী আইনজীবী আদালতকে অভিযুক্তকে প্রভাবশালী বলে দাবি করেন। সরকারি আইনজীবী জানিয়েছেন, ‘‘অভিযুক্ত এতটা প্রভাবশালী যে সমস্ত নিরাপত্তা রক্ষীকে প্রভাবিত করে তরুণীকে ভিতরে নিয়ে গিয়েছেন। আমরা আশঙ্কা করছি ভিডিও করা হয়ে থাকতে পারে।’’ ঘটনার ভিডিও করা হয়ে থাকতে পারে, আশঙ্কা প্রকাশ সরকারী আইনজীবীর।
advertisement
advertisement
পুলিশ সূত্রে এফআইআরে উল্লেখ‍্য রয়েছে, যে হস্টেলের কথা বলছে লেক ভিউ, সেখানে পৌঁছাতে গেলে একাধিক নিরাপত্তারক্ষী হয়ে যেতে হয়। এমনকি হস্টেলে ঢোকার ক্ষেত্রে অনুনতি নিতে হয়। তবে এক্ষেত্রে এমন কিছু করতে দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে একজন দ্বিতীয় বর্ষের ছাত্র নিরাপত্তা এড়িয়ে করতে পারল এই কুকীর্তি?
advertisement
নির্যাতিতাকে পানীয়ের খাইয়ে অচৈতন‍্য করার অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, খাবার খাওয়ার পর বমি ভাব আসে। ওয়াসরুমে যেতে চাইলে দেওয়া হয়নি। প্রথমে জোর করে শারীরিক হেনস্থা এবং পরে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে ধর্ষণ করা হয়েছে। কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে সময় নিয়ে। এফআইআর অনুযায়ী, ১১:৪৫ থেকে ৮ টা ৩৫ পর্যন্ত ওখানে ছিলেন। যদিও পুলিশ জানিয়েছে, ৮:৩৫ তে হরিদেবপুর থানা ইনফরমেশন পেল, গণ্ডগোল সময় নিয়ে।
advertisement
অভিযুক্ত পক্ষের আইনজীবী সুব্রত সর্দার অভিযুক্তের নাম প্রকাশ না করার আবেদন জানিয়েছেন। তিনি আদালতে জানান, ‘‘আমার কোর্টের কাছে অনুরোধ যাতে আমার মক্কেলের নাম প্রকাশ না করা হয়। উনি এমবিএ ছাত্র। ভবিষ্যত রয়েছে। ভিকটিমের নাম যেমন দেওয়া নেই। তেমন অভিযুক্তর নাম প্রকাশ না করা হয়।’’ নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল টেস্টের জন্য আবেদন
advertisement
করা হয়েছে। অভিযুক্তর মেডিকো লিগ্যাল টেস্টের আবেদন করল পুলিশ। ধর্ষনের ধারাতে মামলা রুজু হয়েছে। পাশাপাশি জোর করে আটকে রাখা, বলপূর্বক একজন মহিলাকে হেনস্থা এবং মারধরের ধারাতেও মামলা করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ২৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করছে কলকাতা পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
IIM Calcutta Hostel: ‘প্রথমে শারীরিক হেনস্থা, তন্দ্রাচ্ছন্ন হলে ধর্ষণ’! ঠিক কখন ঘটে কুকীর্তি? সময় নিয়ে ধোঁয়াশা, IIM কলেজের কাণ্ডে একাধিক প্রশ্নের জাল
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement