Numerology: জন্মদিনই বলে দেবে ভাগ‍্য! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না! সাফল‍্য, টাকা হাতের মুঠোয়

Last Updated:
Lucky Birthday: সংখ‍্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি মানুষের জীবনে বিশেষ ভূমিকা রয়েছে সংখ‍্যার। জন্মের তারিখ থেকে মোবাইল নম্বর, একাধিক বিষয়ে আমাদের জীবনে জড়িয়ে রয়েছে সংখ‍্যা।
1/9
জ‍্যোতিষশাস্ত্রের একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল সংখ‍্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ‍্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি মানুষের জীবনে বিশেষ ভূমিকা রয়েছে সংখ‍্যার। জন্মের তারিখ থেকে মোবাইল নম্বর, একাধিক বিষয়ে আমাদের জীবনে জড়িয়ে রয়েছে সংখ‍্যা।
জ‍্যোতিষশাস্ত্রের একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল সংখ‍্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ‍্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি মানুষের জীবনে বিশেষ ভূমিকা রয়েছে সংখ‍্যার। জন্মের তারিখ থেকে মোবাইল নম্বর, একাধিক বিষয়ে আমাদের জীবনে জড়িয়ে রয়েছে সংখ‍্যা।
advertisement
2/9
প্রতিটি মানুষের জীবনে তাই আলাদা আলাদা নম্বরের গুরুত্ব রয়েছে। নিউমেরোলজি অনুযায়ী, কোনও ব‍্যক্তির জন্মদিন থেকে হিসেব করে জানা যায় ওই ব‍্যক্তির মূলাঙ্ক কত। এই মূলাঙ্ক দেখে ওই ব‍্যক্তির চরিত্র এবং ভাগ‍্য সম্পর্কে অনেক কিছুই বোঝা যায়।
প্রতিটি মানুষের জীবনে তাই আলাদা আলাদা নম্বরের গুরুত্ব রয়েছে। নিউমেরোলজি অনুযায়ী, কোনও ব‍্যক্তির জন্মদিন থেকে হিসেব করে জানা যায় ওই ব‍্যক্তির মূলাঙ্ক কত। এই মূলাঙ্ক দেখে ওই ব‍্যক্তির চরিত্র এবং ভাগ‍্য সম্পর্কে অনেক কিছুই বোঝা যায়।
advertisement
3/9
মূলাঙ্ক বা এই বিশেষ নম্বরই বলে দেবে আপনার ভাগ‍্য। কিন্তু কীভাবে বুঝবেন আপনার মূলাঙ্ক কত? গণনা করার পদ্ধতি শিখে নিলেই নিজেই বুঝে নিতে পারবেন।
মূলাঙ্ক বা এই বিশেষ নম্বরই বলে দেবে আপনার ভাগ‍্য। কিন্তু কীভাবে বুঝবেন আপনার মূলাঙ্ক কত? গণনা করার পদ্ধতি শিখে নিলেই নিজেই বুঝে নিতে পারবেন।
advertisement
4/9
উদাহরণস্বরূপ যদি ব্যক্তির জন্ম তারিখ ০১-০৫-১৯৮৭ হয়। তাহলে এই ব্যক্তির ‘মূলাঙ্ক’ হবে ১। যদি কোনও ব্যক্তির জন্ম তারিখ ১৫-০৮-১৯৯৯ হয়। তাহলে এই ব্যক্তির মূলাঙ্ক হবে ১+৫ = ৬ অর্থাৎ তার মূলাঙ্ক হবে ৬।
উদাহরণস্বরূপ যদি ব্যক্তির জন্ম তারিখ ০১-০৫-১৯৮৭ হয়। তাহলে এই ব্যক্তির ‘মূলাঙ্ক’ হবে ১। যদি কোনও ব্যক্তির জন্ম তারিখ ১৫-০৮-১৯৯৯ হয়। তাহলে এই ব্যক্তির মূলাঙ্ক হবে ১+৫ = ৬ অর্থাৎ তার মূলাঙ্ক হবে ৬।
advertisement
5/9
অর্থাত্‍ মূলাঙ্ক হল আপনার জন্মতারিখের যোগফল। জন্মতারিখ যদি ১ থেকে ৯- এর মধ‍্যে হয়, তবে যোগের প্রয়োজন নেই। তারিখটিই আপনার মূলাঙ্ক। যদি জন্মতারিখ ১০-এ পর থেকে কোনও সংখ‍্যা হয়। তবে জন্মতারিখের দুটি সংখ‍্যা যোগ করলেই যোগফল হবে আপনার মূলাঙ্ক।
অর্থাত্‍ মূলাঙ্ক হল আপনার জন্মতারিখের যোগফল। জন্মতারিখ যদি ১ থেকে ৯- এর মধ‍্যে হয়, তবে যোগের প্রয়োজন নেই। তারিখটিই আপনার মূলাঙ্ক। যদি জন্মতারিখ ১০-এ পর থেকে কোনও সংখ‍্যা হয়। তবে জন্মতারিখের দুটি সংখ‍্যা যোগ করলেই যোগফল হবে আপনার মূলাঙ্ক।
advertisement
6/9
সংখ‍্যাতত্ত্ববিদরা জানাচ্ছেন, যেসব ব‍্যক্তির মূলাঙ্ক ৪ তারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। যাদের জন্মদিন মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখে হয়, তাদের মূলাঙ্ক ৪। সংখ‍্যাতত্ত্ববিদরা জানাচ্ছেন, যেসব ব‍্যক্তির মূলাঙ্ক ৪ তারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। যাদের জন্মদিন মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখে হয়, তাদের মূলাঙ্ক ৪। সংখ‍্যাতত্ত্ববিদরা জানাচ্ছেন, যেসব ব‍্যক্তির মূলাঙ্ক ৪ তারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। যাদের জন্মদিন মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখে হয়, তাদের মূলাঙ্ক ৪। সংখ‍্যাতত্ত্ববিদরা জানাচ্ছেন, যেসব ব‍্যক্তির মূলাঙ্ক ৪ তারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। যাদের জন্মদিন মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখে হয়, তাদের মূলাঙ্ক ৪।

সংখ‍্যাতত্ত্ববিদরা জানাচ্ছেন, যেসব ব‍্যক্তির মূলাঙ্ক ৪ তারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। যাদের জন্মদিন মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখে হয়, তাদের মূলাঙ্ক ৪।
advertisement
7/9
এই মূলাঙ্কের ব‍্যক্তিরা রাহু প্রধান হন। বৃহস্পতির ঠিক বিপরীত। উচ্চাকাঙ্ক্ষী, ভোগবাদী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বা অধিকারিনী সংবেদনশীল এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। এই মূলাঙ্কের ব‍্যক্তিরা অত‍্যন্ত পরিশ্রমী হন। একবার কোনও কাজে হাত দিলে এই মূলাঙ্কের ব‍্যক্তিরা প্রচণ্ড পরিশ্রম করতে পারেন।
এই মূলাঙ্কের ব‍্যক্তিরা রাহু প্রধান হন। বৃহস্পতির ঠিক বিপরীত। উচ্চাকাঙ্ক্ষী, ভোগবাদী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বা অধিকারিনী সংবেদনশীল এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। এই মূলাঙ্কের ব‍্যক্তিরা অত‍্যন্ত পরিশ্রমী হন। একবার কোনও কাজে হাত দিলে এই মূলাঙ্কের ব‍্যক্তিরা প্রচণ্ড পরিশ্রম করতে পারেন।
advertisement
8/9
মিডিয়া, টেলিভিশনের মতো ক্ষেত্রে মূলাঙ্ক ৪-এর ব‍্যক্তিরা সফল হন। এই জাতক জাতিকাদের মনে আকর্ষণ থাকে, চিন্তার আধিক্যও খুব থাকে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।
মিডিয়া, টেলিভিশনের মতো ক্ষেত্রে মূলাঙ্ক ৪-এর ব‍্যক্তিরা সফল হন। এই জাতক জাতিকাদের মনে আকর্ষণ থাকে, চিন্তার আধিক্যও খুব থাকে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।
advertisement
9/9
 ফলাফলের পরোয়া কম করেন, ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বেশি থাকে। সাংবাদিকতা, মিডিয়া, রাজনীতি, আইন জাতীয় অত‍্যন্ত সফল হয়ে থাকেন মূলাঙ্ক ৪ এর অধিকারীরা। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)

ফলাফলের পরোয়া কম করেন, ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বেশি থাকে। সাংবাদিকতা, মিডিয়া, রাজনীতি, আইন জাতীয় অত‍্যন্ত সফল হয়ে থাকেন মূলাঙ্ক ৪ এর অধিকারীরা। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
advertisement
advertisement
advertisement