দিল্লি যাওয়া কি রুখতে পারবেন অনুব্রত? আজ কেষ্টর ভাগ্যপরীক্ষা

Last Updated:

আসানসোল সংশোধনাগারে ইডি জেরার মুখে নাকে মুখ খোলেননি কেষ্ট। তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চান তাঁরা।

#কলকাতা: লটারিতে ভাগ্য তো আগেই খুলেছিল। আজ, কিন্তু সত্যি সত্যিই অনুব্রতর ভাগ্য পরীক্ষা। বীরভূমের কেষ্ট আসানসোল ছেড়ে দিল্লি রওনা দেবেন কি না, তার ফয়সালা হয়ে যাবে সোমবার।
আজ, অনুব্রত মণ্ডল মামলার রায়দান করবে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। কেষ্টকে দিল্লি নিয়ে গিয়ে ইডি জেরা করতে পারবে কি না, সেই প্রশ্নে উত্তর মিলবে আজ। গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন দাখিল করেছিল ইডি।
যদিও এ বিষয়ে রাউজ অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রতর মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল। তবে, দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করা যাবে কি না, সেই মামলার শুনানি হবে নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতেই।
advertisement
advertisement
আরও পড়ুন- ৩৬ বছর পর মেসির হাতেই বিশ্বসেরা মারাদোনার দেশ, নীল সাদা আকাশের পুরোটাই আর্জেন্টিনা!
দিল্লি হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি। মামলার সব পক্ষকে নোটিস পাঠিয়েছে আদালত। পরবর্তী শুনানির আগে নোটিশের জবাব দিতে হবে মামলার সমস্ত পক্ষকে। রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানির পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ না করা হয়, সেই নির্দেশ দেওয়ার আবেদন জানান কপিল সিবল। যদিও তাঁর সেই আবেদনে সায় দেননি বিচারপতি জশমীত সিং।
advertisement
এর মধ্যে, শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিন মামলার শুনানিতেও প্রভাবশালী তকমায় অনুব্রতের আর্জি খারিজ করেছে আদালত। আর শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেও বিশেষ সুবিধা করতে পারেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তাই আজই কেষ্টর ভাগ্যপরীক্ষা।
আরও পড়ুন- চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা
আসানসোল সংশোধনাগারে ইডি জেরার মুখে নাকি মুখ খোলেননি কেষ্ট। তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় তারা। কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এখন তিহার জেলে। আর গরু-মামলার অন্যতম অভিযুক্ত এনামুলও রয়েছে সেই রাজধানীতেই। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়োন্দারা। তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, সূত্রের খবর, রাউস অ্যাভিনিউ আদালতের রায় বিপক্ষে গেলে দিল্লি হাইকোর্টে ফের মামলা করতে পারেন অনুব্রত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিল্লি যাওয়া কি রুখতে পারবেন অনুব্রত? আজ কেষ্টর ভাগ্যপরীক্ষা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement