Boro Ghori of Howrah station: বৃদ্ধ হল হাওড়ার বড় ঘড়ি, সময় ও গতিময়তার সাক্ষী এই স্থবিরতার ইতিহাস জানেন কি
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Boro Ghori of Howrah station: কত প্রেম, কত বিচ্ছেদ, কত প্রতিজ্ঞা, কত মন ভাঙা, কত গল্পের শুরু ও শেষ দেখেছে এই ঘড়ি। মাথার উপরে সজাগ সেই ঘড়ি, কিন্তু কতজনই বা দু’দণ্ড দাঁড়িয়ে গল্প জানতে চেয়েছে?
হাওড়া: হাওড়ার স্টেশনের সেই বড় ঘড়ি। সারা জীবনে অন্তত একবার সময়ের সেই সাক্ষীকে সাক্ষী রেখেছেন নিশ্চয়ই। হয় ট্রেনের জন্য অপেক্ষা করেছেন, নয়তো কোনও ঘনিষ্ঠ কারও জন্য। সাক্ষী থেকেছে সেই ঘড়ি। আপনি চলমান। সে কিন্তু স্থির। অস্থির এই সময়ের কথা জানান দিয়েছে বারবার। হাজার হাজার যাত্রীর দৈনন্দিন জীবনে তুচ্ছ মনে হলেও নীরবে সে পথ দেখিয়েছে কত মানুষকে। এই বছর সেই ঘড়ি পা দিল ৯৭ বছরে। বৃদ্ধ হল হাওড়ার বড় ঘড়ি। প্রায় ১০০ বছর হতে চলল এই যাত্রার।
ঔপনিবেশিকতা থেকে আজকের আধুনিক ডিজিটাল যুগ। সবই তো দেখেছে এই বৃদ্ধ। শহরের গতিময়তাকে দু’টি কাঁটায় ধরে রেখেছে কেবল। দু’দিক থেকেই মস্ত প্ল্যাটফর্মের দিকে নজর রেখেছে ‘বড় ঘড়ি’। কত প্রেম, কত বিচ্ছেদ, কত প্রতিজ্ঞা, কত মন ভাঙা, কত গল্পের শুরু ও শেষ দেখেছে এই ঘড়ি। মাথার উপরে সজাগ সেই ঘড়ি, কিন্তু কতজনই বা দু’দণ্ড দাঁড়িয়ে গল্প জানতে চেয়েছে?
advertisement
advertisement
ঘড়িটির একটি কাঁটা প্ল্যাটফর্ম নম্বর ১ থেকে ৮ –এর দিকে মুখ করে। অন্যটি কাঁটাটি ৯ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকে। ঘণ্টার কাঁটার দৈর্ঘ্য ৪ ফুট ১৮ ইঞ্চি, মিনিটের কাঁটা ২৪ ইঞ্চি দীর্ঘ। লন্ডনের জেন্টস কম্পানির তৈরি এই ঘড়ি। হাওড়া স্টেশনে ঘড়ি ব্যবসায়ী প্রয়াত দেবপ্রসাদ রায় এই ঘড়িটি স্থাপন করেছিলেন।
advertisement
ঠিক একইরকম দেখতে আর একটি ঘড়ি তৈরি করেছিল জেন্টস কম্পানি। যেটি স্থাপন করা হয়েছিল স্টেশনের বাইরে। যার একটি কাঁটা হুগলি সেতুর দিকে তাকিয়ে, অন্যটি হাওড়া বাস স্ট্যান্ডের দিকে।
আগে এই ইলেক্ট্রো মেকানিক্যাল ঘড়িগুলি একটি পালসার ডিভাইস দ্বারা চালিত হত, যা রেডিও পালসের গণনার উপর নির্ভর করে থাকত। কন্ট্রোল অফিস থেকে বসে সময় সেট করা যেত। পরবর্তীতে এর কেবল তারে সমস্যা দেখা দিতে শুরু করে। পালসার ডিভাইসটিকে ঘড়িতেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘড়িতে দম দেওয়ার প্রয়োজন হয় না।
advertisement
‘হাওড়ার বিগ বেন’ নীরবে সময়ের সাক্ষী হয়েই কাটিয়ে দিল ৯৭টি বছর। আরও যে কত শত বছর কাটিয়ে দেবে, তার ইয়ত্তা নেই। ইস্টার্ন রেলওয়ে এই ঐতিহ্যবাহী ঘড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 3:40 PM IST