Singer KK Death Update: দ্বিগুনের বেশি ভিড়েই দমবন্ধ পরিস্থিতি, কাজ করেনি এসি! স্বীকার নজরুল মঞ্চের কর্মীর

Last Updated:

অভিযোগ, অনুষ্ঠানের পাস ছাড়াই মঙ্গলবার অনেকে কেকে-র গান শুনতে নজরুল মঞ্চে ঢুকে পড়েছিলেন৷

মঙ্গলবার নজরুল মঞ্চে উপচে পড়েছিল দর্শক৷
মঙ্গলবার নজরুল মঞ্চে উপচে পড়েছিল দর্শক৷
#কলকাতা: অত্যাধিক ভিড়েই কি মঙ্গলবার নজরুল মঞ্চে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল? বিভিন্ন সূত্র থেকে সেরকমই অভিযোগ সামনে আসছে৷ এবার সেই অভিযোগেই সিলমোহর দিলেন নজরুল মঞ্চের দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কেএমডিএ-র কর্মী৷
অভিযোগ, মঙ্গলবার নজরুল মঞ্চে মঙ্গলবার এতটাই ভিড় হয়েছিল যে এসি চলা সত্ত্বেও প্রেক্ষাগৃহের সব দরজা খুলে দিতে হয়েছিল৷ এমন কি, অনুষ্ঠান দেখতে গিয়ে প্রবল ভিড়ের কারণে গরমে হাঁসফাঁস করেন দর্শকরাও৷
advertisement
মঙ্গলবার গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানে নজরুল মঞ্চে আসেন কেকে৷ অভিযোগ, নজরুল মঞ্চে আড়াই হাজারের কাছাকাছি দর্শকাসন থাকলেও ভিড় হয়েছিল তার দ্বিগুনের বেশি৷ নজরুল মঞ্চে দেখভালের দায়িত্বে থাকা কেএমডিএ-র কর্মী জানিয়েছেন, নজরুল মঞ্চে মোট ২৪৮২টি আসন রয়েছে৷ কিন্তু ভিড় হয়েছিল দ্বিগুনেরও বেশি৷ ওই কর্মীই জানিয়েছেন, ভিড় এতটাই বেশি ছিল যে বাধ্য হয়ে সব দরজা খুলে দিতে হয়৷ ধারণক্ষমতার বেশি ভিড় হওয়াতেই এসি-ও কাজ করেনি বলে দাবি করেছেন ওই কর্মী৷
advertisement
অভিযোগ, অনুষ্ঠানের পাস ছাড়াই মঙ্গলবার অনেকে কেকে-র গান শুনতে নজরুল মঞ্চে ঢুকে পড়েছিলেন৷ কেএমডিএ-র দায়িত্বপ্রাপ্ত ওই কর্মীও জানিয়েছেন, মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীন দর্শকাসন ছেড়ে অনেকে মঞ্চের কাছাকাছিও চলে আসেন৷ এমন কি, মঞ্চের দু' পাশেও ভিড় করেন অনেকে৷ মাঝে কিছুটা সময় বিশ্রাম নিতে মঞ্চের পিছনে নির্দিষ্ট ঘরেও চলে যান কেকে৷ কেকে-র ভক্ত অনেকেরই অভিযোগ, এরকম অস্বস্তিকর পরিবেশে টানা গান করতে গিয়েই অসুস্থ বোধ করেন কেকে৷ বড় কোনও স্টেডিয়াম বা খোলা জায়গায় অনুষ্ঠান হলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত৷
advertisement
তবে মঙ্গলবার ওই অনুষ্ঠানেি কেকে-র আগে গান গেয়েছিলেন শিল্পী শুভলক্ষ্মী৷ তাঁর অবশ্য দাবি, ভিড় থাকলেও অনুষ্ঠান চলাকালীন কেকে- কে দেখে অসুস্থ মনে হয়নি৷
তদন্তে নেমে অবশ্য এই সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি কেকে ধর্মতলার যে হোটেলে উঠেছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে পুলিশ৷ কারণ অনুষ্ঠান শেষ করে ওই হোটেলেই ফিরেছিলেন কেকে৷ সেখানেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলেও বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে পুলিশ৷ কে প্রথম হোটেলের ভিতরে শিল্পীকে অসুস্থ হয়ে পড়তে দেখেন, কখন কেকে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরেছিলেন, এই সমস্ত তথ্যই জানতে চান তদন্তকারীরা৷ আজই মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কেকে-র দেহের ময়নাতদন্ত করা হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Singer KK Death Update: দ্বিগুনের বেশি ভিড়েই দমবন্ধ পরিস্থিতি, কাজ করেনি এসি! স্বীকার নজরুল মঞ্চের কর্মীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement