ফের বাংলায় উদ্ধার টাকার পাহাড়, এবার মালদহের ব্যবসায়ীর বাড়িতে কোটি-কোটির খোঁজ!

Last Updated:

West Bengal News: রবিবার ৬-৭ জনের সিআইডির দল হানা দেয় ওই বাড়িতে। বাড়ি ঘিরে চলছে অভিযান।

ফের বিপুল টাকা উদ্ধার মালদহে
ফের বিপুল টাকা উদ্ধার মালদহে
#মালদহ: মালদহের গাজলে সিআইডি হানা। ব্যবসায়ীর বাড়িতে হানা সিআইডির। বিপুল পরিমাণ নগদ টাকার খোঁজ পাওয়া গিয়েছে ওই ব্যবসায়ীর বাড়িতে। আনা হয়েছে টাকা গোনার মেশিন। গাজোলের ঘাকশোল এলাকায় ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডি-র এই অভিযান বলে জানা গিয়েছে।
রবিবার ৬-৭ জনের সিআইডির দল হানা দেয় ওই বাড়িতে। বাড়ি ঘিরে চলছে অভিযান। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক ব্যবসায়ী কয়েকমাস আগে সিআইডির জালে ধরা পড়ে। তাকে জেরা করেই গাজলের ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়।
advertisement
সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল দশটা নাগাদ ঘাকশোল এলাকায় সিআইডির একটি দল হানা দেয় জয়প্রকাশ সাহা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে। এরপর তল্লাশি চালিয়ে একটি বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল।
advertisement
সম্ভবত ১ কোটি ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রের খবর। টাকা উদ্ধারের পরই নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। বর্তমানে টাকা গোনার কাজ চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং সিআইডি। ঘটনার তদন্তে এসেছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের বাংলায় উদ্ধার টাকার পাহাড়, এবার মালদহের ব্যবসায়ীর বাড়িতে কোটি-কোটির খোঁজ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement