Medicine: ওষুধ কিনতে গেলে সাবধান! বিপুল পরিমাণে ইনসুলিন, ডায়াবেটিসের ওষুধ চুরি, রাজ‍্যে জারি হল সতর্কতা

Last Updated:

Medicine: মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে বিপুল পরিমাণে ইনসুলিন এবং ডায়াবেটিসের ওষুধ চুরির অভিযোগ।

ওষুধ কিনতে গেলে সাবধান! বিপুল পরিমাণে ইনসুলিন, ডায়াবেটিসের ওষুধ চুরি, রাজ‍্যে জারি হল সতর্কতা
ওষুধ কিনতে গেলে সাবধান! বিপুল পরিমাণে ইনসুলিন, ডায়াবেটিসের ওষুধ চুরি, রাজ‍্যে জারি হল সতর্কতা
কলকাতা: মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে বিপুল পরিমাণে ইনসুলিন এবং ডায়াবেটিসের ওষুধ চুরির অভিযোগ। কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে চুরি যাওয়া ওষুধ ব‍্যবহার করার ক্ষেত্রে রাজ্যে জারি করা হল সর্তকতা।
সূত্রের খবর অনুযায়ী, নোভো নরডিস্কের তৈরি এই ইনজেকশন ও ওষুধ তাদের মহারাষ্ট্রের ভিয়ান্ডির কারখানা থেকে নাগপুর, রায়পুর, কটক এবং কলকাতায় আসার কথা ছিল। তার আগেই এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ইনজেকশন ও ওষুধ চুরি হয়। কোম্পানির পক্ষ থেকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকে জানানো হয়।
advertisement
advertisement
এই ইনজেকশন এবং ওষুধ 2° থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখার নিয়ম। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ধারণা এগুলো জাল করে বা সঠিক তাপমাত্রায় না রেখে বাজারে বিক্রি করা হবে। চিকিৎসক রোগী সমস্ত ওষুধ বিক্রেতাদের কাছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আবেদন খতিয়ে দেখে যেন এই ওষুধ এবং ইনজেকশন ব্যবহার করা হয়। প্রত্যেক রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে বিশেষ ভাবে আবেদন যেন করা নজরদারি রাখা হয় যেন কোনওভাবেই এই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ইনজেকশন বা ওষুধ ব্যবহার না করা হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine: ওষুধ কিনতে গেলে সাবধান! বিপুল পরিমাণে ইনসুলিন, ডায়াবেটিসের ওষুধ চুরি, রাজ‍্যে জারি হল সতর্কতা
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement