Howrah NJP Vande Bharat Express: বিমানে আসছে যন্ত্রাংশ, কাল ভোরে কি ছাড়বে হাওড়া-এনজেপি বন্দে ভারত?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কলকাতা: টিকিট কাটা ছিল বন্দে ভারতের৷ কিন্তু চড়তে হল যুবা এক্সপ্রেসে৷ রেল কর্তৃপক্ষ যে দাবিই করুন না কেন, শুক্রবার হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ যাত্রীরা৷ তাঁদের প্রশ্ন, বন্দে ভারতের টিকিট কেটে কেন সাধারণ এক্সপ্রেস ট্রেনের কামরায় চড়তে হবে তাঁদের?
ঘটনার সূত্রপাত এ দিন ভোরে৷ হাওড়া স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন, যান্ত্রিক সমস্যার জন্য হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের রেক বদল করতে হয়েছে৷ বন্দে ভারতের আসল রেকের বদলে যুবা এক্সপ্রেসের রেকে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই ট্রেনে এ দিন মালদহ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আবার অনেক যাত্রীই ছিলেন যাঁরা প্রথম বার বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন বলেই টিকিট কেটেছিলেন৷ ফলে হতাশ হন তাঁরাও।
advertisement
advertisement
advertisement
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া-এনজেপি বন্দে ভারতের রেকের মেরামতির জন্য বিশেষ ধরনের একটি স্প্রিং প্রয়োজন৷ যা বিমানে করে নিয়ে আসা হচ্ছে৷ আজ রাতের মধ্যে মেরামতি কাজ শেষ হলে তবেই আগামিকাল ভোরে হাওড়া থেকে বন্দে ভারত ছাড়তে পারবে৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুক্রবারের হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস বাতিলও করা হয়নি৷
advertisement
তবে এ দিন যে যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন, তাঁরা বন্দে ভারতে চড়তে না পারলেও টিকিটের দামের কোনও অংশ ফেরত পাবেন না৷ কারণ টিকিট কাটার সময় রেলের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়, তাতে বলাই থাকে বন্দে ভারতের রেক কোনও কারণে চালানো না গেলে বিকল্প রেকে করেই যাত্রীদের পরিষেবা দেওয়া হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 8:10 PM IST