Howrah NJP Vande Bharat Express: বিমানে আসছে যন্ত্রাংশ, কাল ভোরে কি ছাড়বে হাওড়া-এনজেপি বন্দে ভারত?

Last Updated:
বন্দে ভারতে বিপত্তি৷
বন্দে ভারতে বিপত্তি৷
কলকাতা: টিকিট কাটা ছিল বন্দে ভারতের৷ কিন্তু চড়তে হল যুবা এক্সপ্রেসে৷ রেল কর্তৃপক্ষ যে দাবিই করুন না কেন, শুক্রবার হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ যাত্রীরা৷ তাঁদের প্রশ্ন, বন্দে ভারতের টিকিট কেটে কেন সাধারণ এক্সপ্রেস ট্রেনের কামরায় চড়তে হবে তাঁদের?
পূর্ব রেল কর্তৃপক্ষের অবশ্য দাবি, বন্দে ভারত এক্সপ্রেসের রেকে যে সমস্যা দেখা দিেয়ছিল তা নিয়ে কোনওভাবেই ট্রেন চালানো সম্ভব ছিল না৷ দ্রুত মেরামতির জন্য বিমানে করে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে আসা হচ্ছে৷ রাতের মধ্যে বন্দে ভারতের রেকের মেরামতি সম্ভব হলে শনিবার ফের চলবে ট্রেন৷
ঘটনার সূত্রপাত এ দিন ভোরে৷ হাওড়া স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন, যান্ত্রিক সমস্যার জন্য হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের রেক বদল করতে হয়েছে৷ বন্দে ভারতের আসল রেকের বদলে যুবা এক্সপ্রেসের রেকে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই ট্রেনে এ দিন মালদহ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আবার অনেক যাত্রীই ছিলেন যাঁরা প্রথম বার বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন বলেই টিকিট কেটেছিলেন৷ ফলে হতাশ হন তাঁরাও।
advertisement
advertisement
রেল কর্তৃপক্ষের দাবি ছিল, বন্দে ভারতের সমতুল পরিষেবাই যুবা এক্সপ্রেসেও পাবেন যাত্রীরা৷ কিন্তু বন্দে ভারতের কোচে যে যে অত্যাধুনিক সুবিধা থাকে, তা যুবা এক্সপ্রেসে দেওয়া সম্ভব নয়৷ এনজেপি স্টেশনে পৌঁছে তাই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ এনজেপি থেকে হাওড়া গামী যাত্রীরাও বন্দে ভারতের বদলে যুবা এক্সপ্রেসে সফরের কথা জানতে পেরে ক্ষুব্ধ হন৷
advertisement
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া-এনজেপি বন্দে ভারতের রেকের মেরামতির জন্য বিশেষ ধরনের একটি স্প্রিং প্রয়োজন৷ যা বিমানে করে নিয়ে আসা হচ্ছে৷ আজ রাতের মধ্যে মেরামতি কাজ শেষ হলে তবেই আগামিকাল ভোরে হাওড়া থেকে বন্দে ভারত ছাড়তে পারবে৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুক্রবারের হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস বাতিলও করা হয়নি৷
advertisement
তবে এ দিন যে যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন, তাঁরা বন্দে ভারতে চড়তে না পারলেও টিকিটের দামের কোনও অংশ ফেরত পাবেন না৷ কারণ টিকিট কাটার সময় রেলের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়, তাতে বলাই থাকে বন্দে ভারতের রেক কোনও কারণে চালানো না গেলে বিকল্প রেকে করেই যাত্রীদের পরিষেবা দেওয়া হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah NJP Vande Bharat Express: বিমানে আসছে যন্ত্রাংশ, কাল ভোরে কি ছাড়বে হাওড়া-এনজেপি বন্দে ভারত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement